প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আগামীকাল মহালয়া। তবে এই রাজ্যের বুকে বর্তমানে একটা ট্র্যাডিশন তৈরি হয়েছে যে, মহালয়ার আগে থেকেই পুজো উদ্বোধন শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় বিরোধীরা কটাক্ষ করে বলেছেন যে, এটা শাস্ত্র বিরোধী। যেভাবে মুখ্যমন্ত্রী পিতৃপক্ষের মধ্যে পূজা উদ্বোধন করছেন, তা একেবারেই মেনে নেওয়া যায় না। তবে এবার সেই বিষয়ে বলতে গিয়ে এমন এক কথা বিজেপির রাজ্য সভাপতি বলে দিলেন, যা শুনে কে কি প্রতিক্রিয়া দেবে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস কি বলবে, তারা নিজেরাই ভেবে উঠতে পারছেন না।
যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, আগামীকাল মহালয়া হলেও আজ থেকেই কলকাতার বুকে পুজো উদ্বোধন শুরু করে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের প্রশ্ন, পিতৃপক্ষের মধ্যে কি এভাবে পুজো উদ্বোধন করা যায়? এটা হিন্দু বাদে অন্য কোনো সম্প্রদায়ের যদি নিয়ম হতো, তাহলে কি মুখ্যমন্ত্রী এইভাবে নিয়ম লঙ্ঘন করতে পারতেন? আর সেই বিষয়েই গতকাল প্রশ্ন করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। আর তিনি কটাক্ষের ছলে এমন কথা বলে দিলেন, যা শুনে সকলেই অট্টহাসিতে ফেটে পড়ছেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী সবার ঊর্ধ্বে। এগিয়ে বাংলা। আমাদের মুখ্যমন্ত্রীকে স্বয়ং দেবাদিদেব মহাদেব ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন। তাঁর স্ত্রীর এই ধরনের জনপ্রিয়তার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নবান্নে চিঠি এসেছে। তৃণমূল ভবনেও গিয়েছে। আগেও গিয়েছে। যেভাবে উনি বলছেন যে, মা দুর্গাকে জনগণের মধ্যে এত তার গ্রহণযোগ্যতা, তৃণমূল কংগ্রেস বাড়িয়েছে। সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেবী দুর্গার গ্রহণযোগ্যতা আরও বাড়ানোর জন্য আর মহালয়ার অপেক্ষা করতে হবে না। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ওপর থেকে চমকে চমকে উঠছেন যে, হচ্ছেটা কি! কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন, আমি করবই। যাই হোক, শিব সন্তুষ্ট।”