প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী এক সময় কলকাতাকে লন্ডন বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর কলকাতার কি পরিস্থিতি তৃণমূলের সরকার এবং তৃণমূল পরিচালিত পৌরসভা করেছে, তা খুব গভীরভাবেই উপলব্ধি করেছে সাধারণ মানুষ। অনেকেই হয়তো প্রশাসনে তৃণমূল আছে, পুলিশ প্রশাসন তাদের, তার জন্য মুখ খুলতে ভয় পায়। কিন্তু কলকাতার রাস্তাঘাটের যে অবস্থা, তাতে পুজোর আগে কিভাবে জনসাধারণ যন্ত্রণা উপভোগ করছেন, তা একমাত্র তারাই জানেন। আর এবার রাস্তার পরিস্থিতি দেখতে গিয়ে জনতার প্রশ্নের মুখে পড়তে হলো কলকাতার মহানাগরিক তথা মন্ত্রী ববি হাকিমকে।
এদিন কলকাতা শহরের রাস্তার পরিস্থিতি দেখতে বের হন পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ববি হাকিম। কিন্তু সেই রাস্তার পরিস্থিতি দেখতে গিয়েই প্রশ্নের মুখে পড়েন তিনি। পথ চলতি এক মহিলা সরাসরি মেয়রকে রাস্তার যে বেহাল দশা, তা নিয়ে অভিযোগ জানান। গড়িয়াহাট উড়ালপুলের পরিস্থিতি নিয়েও মেয়রের কাছে অসন্তোষ প্রকাশ করেন সেই মহিলা। যদিও বা পরিস্থিতি দ্রুত মেটানোর আশ্বাস দিয়েছেন মেয়র। তবে এই চিত্র সামনে আসার পর বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা।
বিরোধীদের বক্তব্য, কলকাতা শহর জুড়ে খানাখন্দে ভর্তি। যে কলকাতা একসময় গর্বের শহর ছিল, তৃণমূল পৌরসভায় ক্ষমতায় আসার পর সেই কলকাতার সৌন্দর্যায়নের বদলে আরও বেশি করে তার ক্ষতি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে টেমস নদী বানিয়ে দিয়েছেন। একটু বৃষ্টি হলেই কলকাতায় জল জমে যায়। আর সারা বছর ধরে রাস্তার নরক যন্ত্রণা উপভোগ করতে হয় শহর বাসীকে। তাই বাধ্য হয়েই পুজোর আগে মেয়রকে কাছে পেয়ে জনতা তাদের অসন্তোষের কথা তুলে ধরেছেন। তবে আশ্বাস দেওয়াই সার। প্রতিশ্রুতি দিয়েও তৃণমূল এবং তাদের নেতা-মন্ত্রীরা কোনোদিন সেই প্রতিশ্রুতি পালন করতে পারবে না। কারণ এরা উন্নয়নের থেকে বেশি কাটমানি পকেটে পুড়তেই ব্যস্ত বলেই কটাক্ষ করছে বিরোধীরা।