প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিশ্বকর্মা পূজার রাতে নবদ্বীপের বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। অবশেষে তার মৃত্যু হয়েছে। আর সেই বিজেপি কর্মীর মৃত্যুর পরেই পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছে। এমনকি অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ইতিমধ্যেই পরিবারের তরফে চারজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ বলেই অভিযোগ। আর আজ সেই নিহত বিজেপি কর্মীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাকে মেরে ফেলার পেছনে এক ভয়ংকর তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ নিহত বিজেপি কর্মীর ময়নাতদন্ত হয়। আর তারপরেই কল্যাণী এইমসে গিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবদ্বীপ আসন তৃণমূলের কাছে অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এসআইআর হলে এই আসনে তৃণমূলের পরাজয় নিশ্চিত। আর সেই কারণেই তারা বিজেপির অত্যন্ত তরতাজা কর্মীদের এইভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করছে বলেই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “সঞ্জয় অত্যন্ত পরিচিত ভারতীয় জনতা পার্টির কর্মী। নবদ্বীপ আসন টলমল করছে। তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে। লোকসভায় রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, অবৈধ অনুপ্রবেশকারী, ছাপ্পা, ভয় দেখিয়ে মাত্র ৬ হাজারের ফারাক। ওরা জানে, এসআইআর হলে ওরা ২০ হাজারের বেশি ভোটে হারবে। তাই এই ধরনের তাজা কর্মীদের খুন করে এই যুবকদের ভয়ে দেখাতে চায়।” অর্থাৎ শুভেন্দুবাবুর বক্তব্যের মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট যে, নবদ্বীপে এবারে তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয় হওয়ার আশঙ্কা রয়েছে। আর সেই কারণেই যারা বিজেপির দাপুটে নেতা কর্মী, তাদের এইভাবে শেষ করে ফেলতে হিংসার লীলা খেলায় নেমেছে রাজ্যের শাসক দল বলেই দাবি বিরোধী দলনেতার।