প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের পুলিশ প্রতি মুহূর্তে দলদাসের মত আচরণ করে। নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনার পর বহু ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয়নি। প্রশ্ন উঠছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। আর সেই কারণেই পুলিশ তাদের গ্রেপ্তার করার সাহস দেখাতে পারছে না। স্বাভাবিকভাবেই পুলিশের বিরুদ্ধে দলদাস এবং রাজনীতিকরনের অভিযোগ তুলছে বিরোধীরা। তবে পুলিশ যদি পদক্ষেপ না নেয়, তাহলে তাদের বিরুদ্ধেও যে পাল্টা পদক্ষেপ নেবে বিজেপি, আজ নিহত বিজেপি কর্মীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সেই হুঁশিয়ারিই দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ইতিমধ্যেই আপনারা সকলেই অবগত হয়েছেন যে, নবদ্বীপে কিভাবে একজন বিজেপি কর্মীকে খুনের ঘটনা ঘটেছে। যে ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিবারের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও, এখনও পর্যন্ত পুলিশের কোনো পদক্ষেপ সামনে আসেনি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজ কল্যাণী এইমসে ময়নাতদন্তের পর সেই নিহত বিজেপি কর্মীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুলিশকে রীতিমত ডেডলাইন বেঁধে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আগামীকালের মধ্যে পুলিশ যদি পদক্ষেপ না নেয়, তাহলে বিজেপি যে বড় কর্মসূচিতে শামিল হবে, তা জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
এদিন কল্যাণী এইমসে নিহত বিজেপি কর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশকে রীতিমত সময়সীমা বেঁধে দিয়ে তিনি বলেন, “আমরা পুলিশকে আগামীকাল পর্যন্ত সময় দিচ্ছি। আগামী সোমবার নবদ্বীপ শহরে বিকেলবেলা ধিক্কার মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি হবে। তার মধ্যেও যদি ব্যবস্থা না হয়, ওখানে একটা দলদাস এসপি আছে, তার বিরুদ্ধেও কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান আমরা করব। সেটা সোমবার দিন সেই প্রতিবাদ মিছিলের মঞ্চ থেকে ঘোষণা করে দেওয়া হবে। আর নবদ্বীপের আইসি ওখানকার পৌরপ্রধান দুর্নীতিগ্রস্ত বিমানবাবু সহ এখনকার হালি নেতা মুকুটমণি, ওখানে যে দুর্বৃত্তের রাজনীতি শুরু করেছে, এরও শেষ দেখে আমরা ছাড়ব।”