প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে একের পর এক অমানবিক ঘটনার প্রবণতা ক্রমশ বাড়ছে। কোথাও খুন, কোথাও ধর্ষণ, আবার কোথাও বা নাবালিকা নিখোঁজ হয়ে যাওয়ার মত ঘটনা যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। গতকালই একটি নৃশংস খবর সামনে আসে। যেখানে বেশ কিছুদিন ধরে নিখোঁজ থাকা এক নাবালিকার টুকরো টুকরো দেহ একটি জঙ্গল থেকে উদ্ধার হয়। আর তারপরেই গ্রেফতার করা হয় শিক্ষক মনোজ পালকে। আর আজ সকাল থেকেই দফায় দফায় বীরভূম জেলার রামপুরহাটে এই নাবালিকা খুনের ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় পথ অবরোধ করার পাশাপাশি যে স্কুলের ছাত্রী ছিলেন সেই নাবালিকা, সেই স্কুলের প্রধান শিক্ষককেও রীতিমত জনতার চরম বিক্ষোভের মুখে পড়তে হয়। এমনকি তাকে হেনস্থা পর্যন্ত করা হয়। আর এবার সেই নাবালিকা খুনের ঘটনায় থানার সামনে বসে তুমুল বিক্ষোভ শুরু করে দিলো বিজেপি।
বলা বাহুল্য, গতকালই খবরের শিরোনামে উঠে আসে রামপুরহাটের নাবালিকা খুনের ঘটনা। যেখানে বেশ কিছুদিন ধরেই সেই নাবালিকাকে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তার টুকরো টুকরো দেহ উদ্ধার হয়। কিন্তু এই খুনের সঙ্গে কে বা কারা জড়িত, তা নিয়ে ক্রমশ বাড়তে থাকে রহস্য। ইতিমধ্যেই একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই খুনের ঘটনায় একজন নয়, আরও অনেকে জড়িত রয়েছে বলেই দাবি উঠছে। আর তার পরিপ্রেক্ষিতেই আজ রামপুরহাট থানার সামনে শুরু হয়ে গেল বিক্ষোভ।
ইতিমধ্যেই রামপুরহাট থানার সামনে বিজেপি নেতাকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। যেখানে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়েছে বিজেপি কর্মীদের। তাদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। বাধ্য হয়েই তারা থানার সামনে বসে নাবালিকা খুনের ঘটনায় সঠিক বিচারের দাবিতে প্রতিবাদ জানাতে শুরু করেছেন। বিজেপির দাবি, গোটা ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে। যেভাবে খুন করা হয়েছে, তাতে ময়নাতদন্ত সঠিকভাবে করা জরুরী। সঠিকভাবে ময়না তদন্ত করতে হবে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে গোটা ঘটনার তদন্ত করাতে হবে বলেই দাবি উঠছে বিজেপির পক্ষ থেকে। সব মিলিয়ে নাবালিকা খুনের ঘটনায় রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছে রামপুরহাট।