প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একজন রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের করা উচিত, তিনি কি নাজিরাবাদে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আদৌ সেই দায়িত্ব পালন করেছেন? তার প্রথম দায়িত্ব ছিল, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর এলাকার মানুষদের সঙ্গে কথা বলা এবং সেখানে পৌঁছে যাওয়া। কিন্তু এখনও পর্যন্ত যখন স্বজন হারাদের আর্তনাদ এবং কান্না শুনতে পাওয়া যাচ্ছে, যখন বিরোধী নেতা-নেত্রীরা সেখানে পৌঁছে যাচ্ছেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যাওয়ার প্রয়োজনটুকু মনে করেননি। যা নিয়ে স্বাভাবিকভাবেই তাকে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। শুধুমাত্র ১০ লক্ষ টাকা দিয়ে আর্থিক ক্ষতি পূরণের ঘোষণা করেই কি সমস্ত দায় ঝেড়ে ফেলতে চাইছে এই রাজ্য সরকার? সেই প্রশ্ন তুলে প্রত্যেকটি পরিবারকে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি যে সমস্ত তরুণ ছেলেদের জীবন চলে গেছে, তাদের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। তবে শুধু সরকার নয়, সরকারের কাছে দাবি জানানোর পাশাপাশি বিরোধী দলেরও যে নির্দিষ্ট কর্তব্য রয়েছে, তা ভুলে যাননি রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপদের দিনে মানুষের কাছে পৌঁছে না গেলেও, তিনি প্রথম থেকেই এই ঘটনার দিকে নজর রেখেছিলেন এবং আজ প্রতিবাদ মিছিলের পর প্রকাশ্য মঞ্চ থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের যে সমস্ত মানুষের প্রাণ গিয়েছে, তাদের পরিবারের পাশে থাকার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।

কলকাতার উপকণ্ঠে এত বড় ভয়াবহ অগ্নিকাণ্ডে এত মানুষের প্রাণ চলে গেল, তারপরেও কি সরকারের সঠিক ভূমিকা রয়েছে? এই প্রশ্ন সকলের মধ্যেই উঠতে শুরু করেছে। সরকারের যতটুকু দায়িত্ব পালন করা উচিত, তারা তার বিন্দু বিসর্গ করেনি বলেই দাবি করছে বিরোধীরা। তবে এই রাজ্যের বুকে যেদিন থেকে বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী, সেদিন থেকেই তিনি যেখানেই মানুষ অত্যাচারিত হচ্ছে, যেখানেই মানুষ বিপদে পড়ছে। সেখানেই তিনি পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন। এক্ষেত্রে তাকে প্রশাসনের বাধা অতিক্রম করেই সেই সমস্ত জায়গায় পৌঁছতে হচ্ছে। আজ আদালতের নির্দেশ পাওয়ার পর সেখানে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হয়েছে। আর সেই প্রতিবাদ মিছিলের পরেই মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর এইখানে না আসা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে সরকার থেকেও নেই, যেখানে সরকার তাদের দায়িত্ব পালন করে না, সেখানে বিরোধীদল হিসেবে যতটুকু দায়িত্ব এবং ক্ষুদ্র সামর্থ্য রয়েছে, সেটা যে তারা করবেন, সেই নিয়েও বড় ঘোষণা করেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন বিজেপির প্রতিবাদ মিছিলের পর অস্থায়ী মঞ্চ থেকে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি বলেন, “বিজেপি আপনাদের পাশে আছে। প্রত্যেকটা পরিবারকে আইনি সাহায্য দেব। আমরা কিছুদিনের মধ্যে অর্থও তাদের হাতে তুলে দেব। এছাড়াও সমস্ত অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেব। আমরা সবটাই করব। আমরা আমাদের দায়িত্ব পালন করব।”