প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
পশ্চিমবঙ্গে বাম শাসন হোক বা তৃণমূল শাসন, বার বার পথ দেখিয়েছেন নন্দীগ্রাম। যখন বামেদের সময় ছিলো, তখন পরিবর্তনের প্রথম বাদ্যিটা বেজেছিল এই নন্দীগ্রাম থেকে। আর যখন তৃণমূল আমলে সকলেই এই রাজ্য সরকারকে উৎখাত করতে চাইছেন, সকলেই তৃণমূল কংগ্রেসকে বিদায় দিতে চাইছেন, তখন ২০২১ এ গোটা রাজ্যে সরকার বদল না হলেও নন্দীগ্রাম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে পরাজিত করে বুঝিয়ে দিয়েছিল যে, তারা তৃণমূলের পতন দেখতে চায়। তবে সেই সময় রাজ্যবাসী হয়ত তৃণমূলকে সমর্থন করেছিল। যার ফলে বেশ কিছু আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনের যা বর্তমান অবস্থা, তাতে ২০২৬ এ যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে তৃণমূলের ক্ষমতায় ফেরার যে কোনো সম্ভাবনা নেই, তাতে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে একবার ২০২১ এ রাজ্যবাসী তৃণমূলকে ভোট দিয়ে ভুল করলেও, ২০২৬ এ আর তারা সেই ভুলের পথে পা মাড়াবে না, বরঞ্চ নন্দীগ্রামের দেখানো পথেই গোটা রাজ্য হাটবে বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ইতিমধ্যেই ভোটের ঘোষণা না হলেও, পশ্চিমবঙ্গে রাজনৈতিক দলগুলোর যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে, নির্বাচন দরজায় কড়া নাড়ছে। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলছে। প্রত্যেকটি সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করছেন, সঠিকভাবে এসআইআর হলে প্রচুর অবৈধ ভোটারের নাম বাদ যাবে। আর তাদের নাম বাদ গেলে তৃণমূলের কোনোমতেই ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনা নেই। কিন্তু অনেকের মধ্যেই সংশয় রয়েছে যে, ২০২১ সালেও তো এইরকম একটা আবহাওয়া তৈরি হয়েছিল পরিবর্তনের। কিন্তু শেষ পর্যন্ত নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন ঠিকই। তবে গোটা রাজ্যে তৃণমূল ক্ষমতায় এসেছে। আর এই পরিস্থিতিতে নন্দীগ্রাম যেভাবে ২০২১ সালে পথ দেখিয়েছিল এবার সেই পথেই গোটা বাংলা হাঁটবে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ২০২১ যে ফলাফল হয়েছিল এবং যেভাবে নন্দীগ্রামে তৃণমূল পরাজিত হয়েছিল, তা দেখে পরবর্তীতে সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়ে এখন আফসোস করছেন বলেও মন্তব্য করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “আমরা ঘরে ঘরে রয়েছি। মানুষ ঐক্যবদ্ধ। আমার বিশ্বাস, ২০২১ এ নন্দীগ্রাম যে পথ দেখিয়েছে, ২৬ এ গোটা বাংলা নন্দীগ্রামের দেখানো পথে হাঁটবে। নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে, আগামীকাল পশ্চিমবঙ্গ তাই ভাববে। নন্দীগ্রাম পাঁচ বছর আগে পথ দেখিয়েছে। আজকে গোটা বাংলা বলছে, নন্দীগ্রাম ঠিক। আমরা ভুল। ভোট দিয়ে ভুল করেছি।”