প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকালই এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছিলেন যে, যারা অবৈধ বাংলাদেশি রয়েছে, তাদের গ্রেপ্তার করে কোনো লাভ নেই। বরঞ্চ তারা গ্রেপ্তার হয়ে এখানকার জেলেই থাকবে। আর এখানকার জেলে থাকলে তারা এখানকার ভাত খাবে, তাই তাদেরকে আমাদের ভাত খাইয়ে কি লাভ? তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এক্ষেত্রে নিজের ব্যক্তিগত মত অনুসারে তাদেরকে ওপারেই পাঠিয়ে দেওয়া উচিত। এমনটাই সওয়াল করেছিলেন তিনি। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নন্দীগ্রামে চারজন যে অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে, সেই খবর তার কাছে পৌঁছনোর সাথে সাথেই তিনি কি করেছেন, তা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

এই রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই সীমান্তে ভিড় হতে শুরু করেছে। একাংশ বলছেন, যারা অবৈধ বাংলাদেশি রয়েছেন, তারা এখন নিজেদের দেশে ফিরে যেতে চাইছেন। তবে যারা সীমান্ত দিয়ে ওপারে ফিরে যেতে চাইছেন, অনেক ক্ষেত্রেই তাদের গ্রেফতার করে নেওয়া হচ্ছে। তবে সেই জায়গাতেই কিছুটা ভিন্নমত রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার বক্তব্য, এই অবৈধ বাংলাদেশিদের ধরে এপারে রাখার কোনো অর্থ হয় না। এবারে রেখে তাদেরকে পুষে জেলের ভাত খাওয়ালে নিজেদেরই ক্ষতি। তাই যারা ওপার বাংলা থেকে অবৈধভাবে এপারে এসেছেন, তাদেরকে এই সুযোগে ওপারেই পাঠিয়ে দেওয়া উচিত। আর সেই কথাই উল্লেখ করে আরও একবার নিজের বিধানসভা কেন্দ্রের তথ্য দিয়ে তিনি ঠিক কি কাজ করেছেন এই অবৈধ বাংলাদেশিদের সঙ্গে, তা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “আমরা প্রথম থেকেই বলছি, এর আগে যেদিন পেট্রাপোল বন্ধ করব বলেছিলাম, সেদিন নিউমার্কেট ফাঁকা হয়ে গিয়েছিল। এখনও বলছি, পালা। আমার এলাকা নন্দীগ্রামের গড়চক্রবেরিয়ায় চারটে ধরা পড়েছে। আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো, কি করব? আমি বললাম, নৌকায় তুলে দাও। জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে। আমাদের ভাত খেতে দেব কেন? আমাদেরও তো অনেকে এক বেলা খেয়ে এক বেলা না খেয়ে ঘুমোতে যায়। ভাগ পালা, ইমিডিয়েট পালা।”