প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরাজিত করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর তারপর থেকেই শুভেন্দুবাবুকে জব্দ করতে হারের যন্ত্রণা নিয়ে বিভিন্ন কৌশল প্রয়োগ করলেও, তৃণমূলের সমস্ত কৌশল ব্যর্থ হয়েছে। উল্টে রাজ্যের বিরোধী দলনেতা জানিয়ে দিয়েছিলেন যে, নন্দীগ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর জেলায় তিনি তৃণমূলকে সাফ করে দেবেন। আর কথামত একের পর এক বিভিন্ন নির্বাচনে নিজের কাজ করে দেখাচ্ছেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সমবায়ে ইতিমধ্যেই বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করছে। আর এবার নন্দীগ্রামের মঙ্গলচক-নারায়ণচক সমবায় দখল করলো বিজেপি।

জানা গিয়েছে, এদিন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের মঙ্গলচক নারায়ণচক সমবায় দখল করে বিজেপি। যেখানে ৪২ টি আসনের মধ্যে ৩৫ টিতেই জয়লাভ করেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে ৭ টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই রাজ্যের ক্ষমতায় তৃণমূল থাকলেও, মেদিনীপুর থেকে শুরু করে নন্দীগ্রামে যে তাদের অস্তিত্ব ক্রমশ সংকটের মুখে, তা এই সমবায়ের নির্বাচনের মধ্যে দিয়েও আরও একবার স্পষ্ট হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। এদিন জয়ের খবর সামনে আসতেই রীতিমত উচ্ছ্বাসে ফেটে পড়েন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। আবির খেলে জয়ের সেলিব্রেশনে মেতে ওঠেন তারা।

বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে মেদিনীপুর থেকেই তৃণমূলের শেষের শুরু হতে চলেছে। রাজ্যজুড়ে তৃণমূলের প্রতি অনাস্থা প্রকাশ করছে সাধারণ মানুষ। সামান্য সমবায়ের নির্বাচনেও তৃণমূল জয়লাভ করতে পারছে না। আগামী ২৬ এর নির্বাচনে গোটা রাজ্যেই তাদের জামানত জব্দ হবে। গোটা রাজ্যেই সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে রায় দেবে বলেই আশাবাদী গেরুয়া শিবির।