প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে মহিলাদের সুরক্ষা বলতে কিছু নেই। তার ওপর গোদের ওপর বিষফোঁড়া হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গাপুর কান্ডের পর যে মন্তব্য করেছেন, তারপর আরও বেশি করে প্রশ্ন উঠছে রাজ্যবাসীর মধ্যে যে, মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও কেন মহিলাদের সুরক্ষা নিশ্চিত হবে না? কেন রাত্রিবেলা মেয়েরা বাইরে একা বেরোতে পারবে না? একজন মুখ্যমন্ত্রী কিভাবে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে এবার মহিলাদের নিজেদের সুরক্ষা যাতে তারা নিজেরাই নিশ্চিত করতে পারে, তার জন্য দুর্গাপুর কাণ্ডের পর মহিলাদের আত্মরক্ষার্থে তাদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দিয়ে অভিনব প্রতিবাদে সামিল হলো বিজেপি।
আজ সল্টলেকে করুণাময়ী বাসস্ট্যান্ডে বিজেপির পক্ষ থেকে একটি অভিনব প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়। মূলত, দুর্গাপুরে যে গণধর্ষণের ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতেই প্রতিবাদে সামিল হয় বিজেপি। পাশাপাশি পথ চলতি মহিলাদের নিরাপত্তার জন্য তাদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দিতে থেকে দেখা যায় বিজেপি নেতৃত্বকে। তবে হঠাৎ করে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ করার পাশাপাশি কেন মহিলাদের হাতে লঙ্কার গুড়ো তুলে দিচ্ছে বিজেপি?
বিজেপি নেতৃত্বের দাবি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে পারছেন না। তিনি বলছেন, রাত আটটার পরে মহিলারা বাইরে বেরোবেন না। আর সেই কারণেই মহিলাদের নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে তাই যারা মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে আসবে, তাদের যাতে তারা জব্দ করতে পারেন, তার জন্যই মহিলাদের আত্মরক্ষার ক্ষেত্রে তাদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দেওয়া হচ্ছে। যাতে ভবিষ্যতে এই রাজ্যে কোনো মহিলার নিরাপত্তা বিঘ্নিত না হয়, তার জন্য বিজেপির এই প্রতিবাদ বলেই দাবি নেতা কর্মীদের।