প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এখনও অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে নেপাল জুড়ে। সেনার অধীনে যাওয়ার পরেও নেপালের পরিস্থিতি কোনোমতেই শান্ত হচ্ছে না। উন্মত্ত জনতার রোষের মুখে পড়ে গিয়েছে বিভিন্ন সরকারি দপ্তর থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাসভবন। আর এই পরিস্থিতিতে নেপালে ভারতের বা বাংলার যে সমস্ত নাগরিকরা রয়েছেন, তারা রীতিমত আতঙ্কিত। সকলেই নিজের রাজ্যে বা দেশে ফেরার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। আর তাদেরকে ফেরাতে প্রশাসনের পক্ষ থেকেও যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর এসবের মধ্যেই আজ উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকে নেপালে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, নেপালের পরিস্থিতির জন্য নেটওয়ার্ক সমস্যা থাকায় গতকালই রাতে উত্তরকন্যায় বেশ কিছুক্ষণ থাকতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর আজ জলপাইগুড়িতে প্রশাসনিক সভায় উপস্থিত হন তিনি। আর সেই সভা থেকেই বাংলার যে সমস্ত নাগরিকরা নেপালে ঘুরতে গিয়েছেন, তাদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। তাড়াহুড়ো করে এখনই যাতে কেউ নেপাল থেকে না আসেন এবং কেউ বিপদের মুখে না পড়েন, তার জন্য পরামর্শ দেন তিনি। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ফেরাতে সবরকম চেষ্টা করা হবে বলেও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “যখনই শুনেছি নেপালের সমস্যা, চলে এসেছি। সারারাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। আশা করি, শান্তি ফিরে আসবে। পর্যটক যারা গিয়েছেন, তাদের আমি বলব, একটা, দুটো দিন অপেক্ষা করুন। আসতে আসতে আপনাদের ফিরিয়ে নিয়ে আসব। চিন্তা করবেন না। এখনই তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না। একটু শান্তি ফেরাতে দিন। ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব।”