প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল রাতেই খবর আসে যে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ঝিলের পাড় থেকে উদ্ধার হয়েছে এক ছাত্রীর অচৈতন্য দেহ। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্বাভাবিকভাবেই এর আগেও আরও এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নানা প্রশ্ন উঠেছিল। পরিকাঠামো ব্যবস্থা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছিল। কিন্তু গতকালের ঘটনার পর সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যাম্পাসের ভেতরে সিসিটিভি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন। আর তার মধ্যেই আজ কিছুক্ষণ আগেই সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় তুলকালাম কান্ড বাধিয়ে দিলো এবিভিপি।

সূত্রের খবর, এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী রহস্য মৃত্যুর ঘটনায় প্রতিবাদে নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যেখানে তাদের কর্মীরা প্রথমেই পতাকা নিয়ে ক্যাম্পাসের ৪ নম্বর গেটের সামনে চলে যায়। প্রথমেই গোটা ঘটনায় স্লোগান তুলতে তুলতে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন এবিভিপি কর্মীরা। পরবর্তীতে নিরাপত্তা রক্ষী ক্যাম্পাসের দরজা বন্ধ করে দিলে সাথে সাথেই বেরিয়ে আসেন তারা। আর তারপর ক্যাম্পাসের বাইরে ৪ নম্বর গেটের ওপরে উঠে নিজেদের পতাকা লাগিয়ে বাইরেই বিক্ষোভ শুরু করেছেন এবিভিপি কর্মীরা।

এবিভিপির কর্মী সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসের মধ্যে এই অরাজকতা চলছে। তাই তার বিরুদ্ধে তাদের এই আন্দোলন। এমনকি তারা নেশার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় অনেক আশা নিয়ে অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের পাঠান। কিন্তু এর আগেও এক পড়ুয়ার মৃত্যুর পর আবার গতকাল যে ঘটনা ঘটে গিয়েছে, তাতে সকলের মধ্যেই এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই সেই বিষয়টিকে হাতিয়ার করেই এবার বিশ্ববিদ্যালয়ের বাইরে তুমুল বিক্ষোভ নেমে পড়লো এবিভিপি।