প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
প্রায় তিন বছরের মত সময় জেলে থাকার পর অবশেষে গতকাল জেল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি গ্রেফতার হওয়ার পর তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। তবে এখন প্রশ্ন উঠছে যে, এবার কি পার্থ চট্টোপাধ্যায়ের সাসপেনশন তৃণমূল কংগ্রেস তুলে নেবে? আবার তাকে আপন করে নেবে? বিজেপির ঘনিষ্ঠ মহলের একটা অংশ দাবি করছে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। কেননা পার্থ চট্টোপাধ্যায় নিজের জন্য দুর্নীতি করে জেলে যাননি, তিনি দলের জন্য দুর্নীতি করে জেলে গিয়েছিলেন। আর সেই কারণেই এতদিন ধরে তিনি যেভাবে জেলে ছিলেন, তার পরিপ্রেক্ষিতে যদি তাকে দল এখন আপন করে না নেয়, তাহলে তিনি বড় কোনো তথ্য ফাঁস করে দিতে পারেন। তাই তাকে আবার আপন করে নিতে পারে তৃণমূল। তবে বিজেপি এমন দাবি করলেও, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে গোটা পরিস্থিতি, তা সময় বলবে। আর এসবের মধ্যেই বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক বড় তথ্য ফাঁস হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি বৃষ্টি মুখার্জির নাম একটি তালিকায় রয়েছে বলে দাবি করছে বিজেপি। আর সেসবের মধ্যেই এবার মুখ্যমন্ত্রীর ভাইজির নাম পার্থ চট্টোপাধ্যায় নিজে ঢুকিয়েছিলেন। তাই এতে একা পার্থ চট্টোপাধ্যায়ের দায়ী নয়, এটা তৃণমূলের একটা সংগঠিত দুর্নীতি এবং দলের জন্য তিনি এই স্যাক্রিফাইস করে এতদিন জেলে ছিলেন জন্যেই আবার তাকে দল স্বাগত জানাবে বলেই দাবি করলেন সুকান্ত মজুমদার। যাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি বলেন, “তৃণমূল এখন গিলবে নাকি উগলে ফেলে দেবে, তা বুঝতে পারছে না। পার্থবাবুকে নিয়ে তারা এখন সেই অবস্থায় আছে। দুদিন পর আবার ঠিক জড়িয়ে নেবে। মেরেছ কলসীর কানা, তাই বলে কি প্রেম দেব না! কারণ পার্থবাবু যা করেছেন, ওনাদের জন্যই তো করেছেন। যার জন্য করি চুরি, তাই সেই বলে চোর, তা তো আর হতে পারে না। পার্থবাবুর কোন ঠ্যাকা পড়েছে যে, মুখ্যমন্ত্রীর ভাইজির নাম ঢোকাবেন! মুখ্যমন্ত্রী বলেছেন বলেই করেছেন। পার্থ বাবু যদি নাম ঢোকাতেন, তাহলে নিজের বান্ধবীর নাম ঢোকাতেন, নিজের ভাইজির নাম ঢোকাতেন। কিন্তু উনি মুখ্যমন্ত্রীর ভাইজির নাম ঢুকিয়েছেন। কার কথায় ঢুকিয়েছেন? মুখ্যমন্ত্রীর কথায় ঢুকিয়েছেন। সুতরাং পার্থবাবুর এই স্যাক্রিফাইস দল নিশ্চয়ই মনে রাখবে।”