প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে তৃণমূলকে সরাতে শুধুমাত্র নিরামিষ আন্দোলনের ওপর ভরসা রাখলে চলবে না। দীর্ঘদিন ধরেই আকার ইঙ্গিতে সেই কথা বুঝিয়ে দিয়েছিলেন অর্জুন সিংহ। তিনি পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছিলেন যে, তৃণমূলকে সরানোর জন্য তৃণমূলের পথেই আন্দোলন করতে হবে এবং তাতে এই রাজ্য সরকারকে উচিত শিক্ষা দিতে হবে। এমনকি কিছুদিন আগে যখন নেপালে সেখানকার সরকারের বিরুদ্ধে জেন জির আন্দোলন ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, তখন সেই আন্দোলনের পদ্ধতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তবে যেভাবে সেখানে আন্দোলন হয়েছে, সেই একই পন্থায় পশ্চিমবঙ্গেও তৃণমূলকে সরাতে আন্দোলন হওয়া প্রয়োজন বলে সেই সময় মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ। কিন্তু এখনও পর্যন্ত তিনি যে নিজের মন্তব্যে অনড় রয়েছেন, তা স্পষ্ট করে দিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ।
বলা বাহুল্য, এই রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। তবে যে পদ্ধতিতে আন্দোলন হওয়া প্রয়োজন, সেই পদ্ধতিতে আন্দোলন হচ্ছে না বলে অনেকের মধ্যেই একটা অভাব অভিযোগ রয়েছে। অনেকেই বলছেন যে, বিজেপি বিরোধী দলের ক্ষমতায় রয়েছে ঠিকই। তবে শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলন, শুধুমাত্র বক্তব্য দিয়ে কিছু হবে না। তৃণমূলকে সরাতে হলে দরকার নেপালের মত গণ অভ্যুত্থান। কিছুদিন আগেই এই মন্তব্য আকার ইঙ্গিতে করে রীতিমত শাসকের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল বিজেপি নেতা অর্জুন সিংহকে। কিন্তু নিজের বক্তব্যে তিনি এখন যে অনড়, তার প্রমাণ দিয়ে দিলেন এই বিজেপি নেতা। উল্টে আরও বড় মন্তব্য করলেন তিনি।
এদিন তৃণমূলকে এই রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করার জন্য নেপালের মতই আন্দোলন এবং গণ অভ্যুত্থান করার ডাক দেন বিজেপি নেতা অর্জুন সিংহ। তিনি বলেন, “আমি বলেছিলাম, বাংলায় জেন জির দরকার আছে। আমি এখনও সেটাই বলছি। কেননা বাংলায় রাজনৈতিক দলের কর্মীরা ২০২১ সালের পর খুন হয়েছিল, মারধর করা হয়েছিল, বহু লোক এখনও পর্যন্ত এলাকা ছাড়া রয়েছে, এমনকি বহু লোকের চাকরি পর্যন্ত চলে গিয়েছে। তাই বাংলায় আমি হই বা অন্য কোনো রাজনৈতিক দল, শুধু কথা বললে হবে না। বাংলায় একটা গণ অভ্যুত্থানের প্রয়োজন রয়েছে, যার ফলে এই সরকারটাকে শেষ করে দেওয়া যাবে।”