প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর হওয়ার পর থেকেই রীতিমত আতঙ্কিত হয়ে রয়েছেন। কখন তিনি কি বলছেন, তা কেউ বুঝতে পারছে না। এমনকি নির্বাচন কমিশনকেও আক্রমণ করে নিজের রাজনৈতিক সীমা লঙ্ঘন করছেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান বলে মাঝেমধ্যেই দাবি করে বিজেপি। আর তার মধ্যেই আজ দলীয় বিএলএদের নিয়ে নেতাজী ইন্ডোরের বৈঠকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, এর আগেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। যত দিন যাচ্ছে, ততই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআরের কারণে যথেষ্ট আতঙ্কিত। অন্তত কটাক্ষ করে তেমনটাই বলছে বিরোধীরা। আর তার মধ্যেই আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করলেন, তা ঘিরে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলতে শুরু করেছে যে, একজন মুখ্যমন্ত্রী কি এই ভাবে কোনো কথা বলতে পারেন? এইভাবে কি তিনি নির্বাচন কমিশনকে আক্রমণ করতে পারেন? সত্যিই কি এটা শোভনীয়?
এদিন নেতাজি ইন্ডোরে বিএলএদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিজেপি অফিস থেকে যা বলে দেওয়া হচ্ছে, তাই চেঞ্জ করা হচ্ছে। আমি শুনেছি, নির্বাচন কমিশনের অফিসে বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে। সে অনলাইনে যার ইচ্ছা নাম বাতিল করে দিচ্ছে। পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপি পার্টির লোকেরা। এরকম নির্লজ্জ কমিশন আমি জীবনে দেখিনি। দেখতেও চাই না।”