প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বিহারে এসআইআরের প্রতিবাদে ইতিমধ্যেই সংসদের বাইরে মাঝেমধ্যেই বিক্ষোভ করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। আর আজ সেই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকে নির্বাচন কমিশন ঘেরাও অভিযান ছিল। ইতিমধ্যেই সেই অভিযান সম্পন্ন হয়েছে। যাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির খবর সামনে এসেছে। বেশ কিছু সাংসদ অসুস্থ হয়েছেন বলেও খবর। তবে এই অভিযান শুরু হওয়ার আগে থেকেই তার সাফল্য নিয়ে প্রশ্ন ছিল বিরোধী শিবিরের মধ্যেই। বেশ কিছু বিরোধী সাংসদরা আশঙ্কা করেছিলেন যে, শেষ পর্যন্ত হয়ত তারা নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত যেতেই পারবেন না। তার আগেই হয়ত তাদের আটকে দেওয়া হবে।
বলা বাহুল্য, এদিন সংসদ ভবনের মকর দ্বারের সামনে বিরোধী দলের সাংসদরা জমায়েত শুরু করেন। প্রায় ২০০ জন সাংসদ মিলে তারা নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের পরিকল্পনা করেছিলেন। কিন্তু প্রথম থেকেই অনেক সাংসদ আশঙ্কা করেছিলেন যে, কোনোভাবেই হয়ত তাদের যেতে দেওয়া হবে না। তারা নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার আগেই তাদের আটকে দেবে দিল্লি পুলিশ। স্বাভাবিকভাবেই শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়েছে।
এদিন জমায়েতের আগেই এই নির্বাচন কমিশনের দপ্তরের অভিযান নিয়ে সংশয় প্রকাশ করেন ইন্ডি জোটের অনেক সাংসদই। জানা গিয়েছে, তৃণমূলের এক সাংসদ জানিয়েছিলেন যে, শেষ পর্যন্ত হয়ত পুলিশ তাদের আটকে দিতে পারে। আর তারা যেখানে যাওয়ার কথা, সেখানে যাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারেন। অর্থাৎ দিল্লী পুলিশ যে কোনোভাবেই নির্বাচন কমিশনের দপ্তরের সামনে কোনোরকম অসভ্যতা করতে দেবে না, সেই ধারণা বিরোধী জোট ইণ্ডির অনেক সাংসদের মধ্যেই ছিল। তাই কর্মসূচি হওয়ার আগে থেকেই তারা এই ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছিলেন। যা পরবর্তীতে বাস্তবের রূপ নিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।