প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআর হওয়ার পর থেকে তৃণমূলের আতঙ্ক যেন আরও দ্বিগুণভাবে বৃদ্ধি পেয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমত সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে বেনজির আক্রমণ করেছেন। একজনের নাম বাদ গেলে দিল্লিতে এক লক্ষ লোক নিয়ে গিয়ে ঘেরাও করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, চিরকাল বিজেপি ক্ষমতায় থাকবে না, তাই জ্ঞানেশ কুমারকে খুঁজে নিয়ে আসা হবে বলেও একাধিক মন্তব্য তার মুখ থেকে শোনা গিয়েছে। যা একজন রাজনৈতিক নেতার কাছ থেকে শোভা পায় না বলেই দাবি করছে বিরোধীরা। আর এসবের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাংবিধানিক সংস্থা হিসেবে নির্বাচন কমিশনকেও আক্রমণ করতে দুবার ভাবছে না, ঠিক তখনই তার এই আক্রমণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, বর্তমানে এসআইআর আতঙ্ক তৃণমূলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। অন্তত বিরোধীদের পক্ষ থেকে তেমনটাই দাবি করা হচ্ছে। যে কায়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে পর্যন্ত আক্রমণ করতে দুবার ভাবছেন না, তাতে প্রশ্ন উঠছে যে, একজন রাজনৈতিক নেতা তথা জনপ্রতিনিধি কি করে এই ধরনের কথা বলতে পারেন? আর এই সমস্ত বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আতঙ্কের কারণেই যে নির্বাচন কমিশনকে এইরকম আক্রমণ করা হচ্ছে, তা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পিসি এবং ভাইপোর যে করুন পরিণতি হতে চলেছে, তারও আগাম ভবিষ্যৎবাণী করলেন তিনি।

এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, “বুঝে গিয়েছে। যন্ত্রণায় আছে। রাতে ঘুমোতে পারছে না। ক্ষমতা হারানোর ভয়ে আছে। পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে, আর ভাইপো জেলে যাবে। সেই আতঙ্কে, যন্ত্রনাতে এই সমস্ত কথা বলছে।”