প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বেশ কিছুদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। মাঝে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, তিনি তৃণমূল ত্যাগ করে নতুন দল গঠন করবেন। কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো সিদ্ধান্ত নিতে দেখা যায়নি হুমায়ুনবাবুকে। সম্প্রতি বহরমপুরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীর যতই যাই বলুন, তিনি আগে কম্প্রোমাইজের রাজনীতি ছেড়ে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসার ক্ষমতা দেখান। তারপরে তাকে নিয়ে মন্তব্য করবেন বলে জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার এসআইআর আবহে যখন সেই হুমায়ুন কবীরের মুখে রিগিংয়ের কথা শোনা যাচ্ছে, তখন সেই তৃণমূল বিধায়কের উদ্দেশ্যে পাল্টা বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
২৬ এর নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও যথেষ্ট চিন্তিত শীর্ষ নেতৃত্ব। সাম্প্রতিককালে বারবার করে দলের বিরুদ্ধে প্রকাশ্য মন্তব্য করেছেন ভরতপুরে তৃণমূল বিধায়ক। এমনকি দল পরিবর্তন করে তিনি বোমা ফাটাবেন বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো কিছুই করতে দেখা যায়নি তাকে। স্বাভাবিকভাবেই এর আগেও তিনি দলের বিরুদ্ধে অনেক কথা বলে পরবর্তীতে নেতৃত্বের সঙ্গে দেখা করে আবার দলেই থেকে গিয়েছিলেন। তাই যতক্ষণ না হুমায়ুন কবীর দল পরিবর্তন করছেন, ততক্ষণ তার এই সমস্ত কথার যে কোনো গুরুত্ব নেই, তা আবারও স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এক্ষেত্রে সাংবাদিকের প্রশ্নের উত্তরে আগে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসুন বলে ভরতপুরের বিধায়ককে বার্তা দিলেন তিনি।
এদিন হুমায়ুন কবীর ভোটে কোথায় কি রিগিং হয়, তার সবটাই তিনি জানেন বলে মন্তব্য করেন। আর তার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “উনি আগে স্পষ্ট করুন যে, ভেতরে থেকে দর বাড়াবেন, নাকি সত্যিকারের বিরোধিতা করবেন? আগে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসুন। ওনার সব কথার উত্তর দেওয়া যাবে এবং কি করছেন, সেটাও বোঝা যাবে। কিন্তু উনি বরাবর ভেতরে থেকে এই সমস্ত কথা বলেন এবং সবশেষে কম্প্রোমাইজ করেন।”