প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
কে বলেছে, এই রাজ্যে গণতন্ত্র নেই! এই রাজ্যে আজকে গণতন্ত্রের ভিত এত মজবুত জন্যই তো এসআইআর হওয়ার পর মুখ আর মুখোশ আলাদা হয়ে যাচ্ছে। প্রমাণ হয়ে যাচ্ছে যে, নির্বাচনের দিন একই ব্যক্তি কত জায়গায় একাধিকবার ভোট দেন। আর এতেই তো স্পষ্ট যে, নির্বাচনের প্রতি একটা অংশের মানুষের কতটা অগাধ ভালোবাসা রয়েছে। তারা এতটাই নিষ্ঠাবান নির্বাচন প্রক্রিয়ার প্রতি যে, আট দফায় ভোট হলে তারা আটবারই বিভিন্ন জায়গায় নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। নির্বাচনী কারচুপি এবং একাধিক জায়গায় এক ব্যক্তির নাম ভোটার তালিকায় প্রকাশ্যে আসার যে তথ্য শুভেন্দু অধিকারী ফাঁস করেছেন, সেই বিষয়ে বলতে গিয়ে এই কারচুপির ব্যবস্থাপনাকেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআরের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর তার মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার দাবি করেছেন যে, বহু জায়গায় অনেক ভুয়ো ভোটার রয়েছে, যারা একাধিক জায়গায় নাম তুলে সকালে লুঙ্গি পড়ে ভোট দেয়, আর বিকেল বেলা প্যান্ট পড়ে ভোট দেয়। অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেসকে জেতার জন্য একই ব্যক্তির বিভিন্ন জায়গায় যেভাবে নাম রয়েছে এবং যেভাবে এতদিন নির্বাচনের নামে প্রহসন হয়েছে, তার তথ্য ফাঁস করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেই বিষয়েই বলতে গিয়ে যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত, তাদের কৌতুকের মধ্যে দিয়ে খোঁচা দিলেন শমীক ভট্টাচার্য। বুঝিয়ে দিলেন, নির্বাচনের প্রতি একটা মানুষের কতটা ভালোবাসা থাকলে, তারা যতবারই নির্বাচন হয়, ততবারই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, তা এর মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে।
এদিন ভোটার তালিকায় কারচুপি সংক্রান্ত বিষয় নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “এত সুন্দরভাবে একই ব্যক্তি যেভাবে আট জায়গায় তার নাম তুলেছেন, গতকালই আমাদের বিরোধী দলনেতা আপনাদের দেখিয়েছেন, একটা মানুষের কত ভালবাসা সংসদীয় গণতন্ত্রে, ভোটের ওপরে তারা কত বিশ্বাস করে যে, ৮ দফায় যদি নির্বাচন হয় তাহলে আটবারাই ভোট দেব। সেই জন্য আট জায়গায় নাম তুলেছে।”