প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। আর এবারের নির্বাচন যে তৃণমূল কংগ্রেসের কাছে অগ্নিপরীক্ষা, তা দলীয় নেতা কর্মীরা খুব ভালো মতই জানেন। ইতিমধ্যেই প্রত্যেকটি মঞ্চকে কাজে লাগিয়ে তৃণমূল তাদের জনপ্রতিনিধিদের আরও বেশি করে ভোটের ময়দানে নামার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার বার্তা দিচ্ছেন। এমনকি অনেক জায়গায় দলীয় জনপ্রতিনিধিদের সতর্ক করে তারা যদি দলীয় প্রার্থীকে না জেতেন, তাহলে তাদের ভবিষ্যতে যে অনিশ্চিত হয়ে যাবে, সেই বার্তাও দিতে যাচ্ছে নেতাদের। আর এবার বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে দলীয় কাউন্সিলরদের রীতিমত হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ।

বলা বাহুল্য, বর্তমানে এসআইআরের আতঙ্কে রীতিমত তটস্থ হয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্তত তাদের নেতা কর্মীরা বিভিন্ন মঞ্চ থেকে যে সমস্ত বার্তা দিচ্ছেন, তারপরে তাদের আতঙ্কের ছাপ ক্রমশ স্পষ্ট হচ্ছে বলেই দাবি করছে বিরোধীরা। আর তার মধ্যেই এবার ২৬ এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করাই যে তাদের কাছে মূল চ্যালেঞ্জ, তা স্পষ্ট হয়ে গেল তৃণমূলের আরও এক সাংসদের বক্তব্য। যেখানে দলীয় কর্মসূচিতে বার্তা দিতে গিয়ে কাউন্সিলরদের রীতিমত হুশিয়ারি দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।

এদিন বাঁকুড়ায় তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই তৃণমূল কাউন্সিলরদের রীতিমত কড়া ভাষায় বার্তা দেন অরূপ চক্রবর্তী। তিনি বলেন, “পরিষ্কার ভাষায় জেনে রাখুন, যে কমিশনার এই নির্বাচনে জয়লাভ করতে পারবেন না, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন না। যদি তিনি পরাজিত হন। আজ ঠিক করুন, তৃণমূল কংগ্রেসটা করবেন? ভোট করবেন? তাহলে থাকুন। ভিড় করার জন্য দয়া করে কেউ আসবেন না।”