প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস একসময় নন্দীগ্রাম, সিঙ্গুর আন্দোলনের মধ্যে দিয়েই ক্ষমতায় আসার পথ প্রশস্ত করেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর নন্দীগ্রামের শহীদদের অবদান তিনি ভুলে গিয়েছেন বলেই দাবি করেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে হাজার রাজনৈতিক কর্মসূচি থাকলেও আজকের দিনে রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানে গিয়েই তিনি এবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে, যখনই নির্বাচন আসে, তখনই এই নন্দীগ্রামের শ্রদ্ধা জানানোর জন্য তৃণমূল নেতাদের ছুটে আসতে দেখা যায়। সামনেই বিধানসভা নির্বাচন আছে, তাই এবারেও হয়ত তৃণমূল এখানে আসবে। তবে নন্দীগ্রামের এই ঘটনা যখন ঘটেছিল, তখন বিজেপি নেতাদের অবদানের কথা তুলে ধরে তৃণমূলকে বর্তমান পরিস্থিতিতে আরও চাপের মুখে ফেলে দিলেন শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, নন্দীগ্রামের ঘটনা ঘটার পর থেকেই প্রত্যেক বছর শহীদদের শ্রদ্ধা জানাতে আজকের দিনে সেখানে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানকার মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুলেছেন তিনি। তৃণমূলে থাকার সময়ও যেমন তিনি শহীদদের পাশে দাঁড়িয়ে ছিলেন, ঠিক তেমনই একজন বিরোধী দলনেতা থাকলেও তিনি তার কর্তব্য পালন করতে দুবার ভাবেন না। তবে রাজ্যের বর্তমান শাসক দল এই নন্দীগ্রামকে হাতিয়ার করে ক্ষমতায় এলেও তাদের যে রাজনীতি, এবার সেই বিষয়েই প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি তৃণমূল কংগ্রেস বর্তমানে বিজেপি বাংলা বিরোধী বলে দাবি করলেও, একসময় এই বিজেপি নেতারাই নন্দীগ্রামে আন্দোলনের সময় সবথেকে বেশি তৃণমূলকে সহযোগিতা করেছিল বলেও জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন নন্দীগ্রামে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “২৩ সালে ওরা এই দিনে নন্দীগ্রামে এসেছিল, কারণ ২৪ এ লোকসভা ভোট ছিল বলে। ২৪ এ কলকাতার নেতারা আসেনি, কারণ ২৫ এ ভোট ছিল না বলে। এবারে হয়তো আসবে।” পাশাপাশি লালকৃষ্ণ আডবানী থেকে শুরু করে সুষমা স্বরাজের অবদানের কথাও নন্দীগ্রামের আন্দোলনের ক্ষেত্রে এদিন তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “লালকৃষ্ণ আডবানীর অবদানের কথাও অস্বীকার করতে পারবেন না। সুষমা স্বরাজ, রাজনাথ সিং, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, রাহুল সিনহা তথাগত রায়, কাদের আপনি অস্বীকার করবেন? এনএসজি কমান্ডো নিয়ে উনি এরিয়া ফাঁকা করতে করতে ঢুকেছেন, সোনাচূড়া বাজারে। না হলে তো আমরা ঢুকতেই পারছিলাম না। আমাদের তো পুলিশ হেল্পই করছিল না।”