প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিহারের বিধানসভা নির্বাচনের রেকর্ড জয়ের পর বিজেপি আরও বেশি উজ্জীবিত হয়ে পড়েছে। বিহারের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্য বিজেপির নেতারা তো বটেই, স্বয়ং প্রধানমন্ত্রীও দিল্লি থেকে বেঁধে দিয়েছেন পশ্চিমবঙ্গ দখলের সুর। সকলের মুখে একটাই কথা শোনা যাচ্ছে, অঙ্গ এবং কলিঙ্গ দখল হয়ে গিয়েছে, এবার বাংলা দখলের পালা। তবে বিজেপি শীর্ষ নেতৃত্ব কতটা পরিকল্পনা সাজাবে এই পশ্চিমবঙ্গ দখলের ব্যাপারে? সামনেই তো নির্বাচন। আজ নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর যে হুংকার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দিলেন, তাতেই স্পষ্ট যে, কেন্দ্রীয় বিজেপির এবার টার্গেট একমাত্র পশ্চিমবঙ্গ।
বিহারের ফলাফল প্রকাশ হওয়ার পরেই বিরোধী মহাজোটের স্বপ্ন যেমন ভেঙে চুরমার হয়ে গিয়েছে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যথেষ্ট চাপে পড়ে গিয়েছেন। একদিকে বাংলায় এসআইআর হচ্ছে। আর তার মধ্যে বিহারে বিজেপি জয়লাভ করার পর এবং এনডিএ জোট ক্ষমতা দখলের পর যে এবার পশ্চিমবঙ্গ দখলের জন্য সব রকম শক্তি তারা কাজে লাগাবে, তা স্পষ্ট হয়ে গিয়েছিল সকলের কাছেই। বঙ্গ বিজেপির নেতারা আরও বেশি উৎসাহিত হয়ে পড়েছিলেন, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং দিল্লি থেকে পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করেছিলেন। তবে আজ নীতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর যে সুর বেঁধে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, তাতে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চাপ আরও বাড়লো বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এদিন বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ কুমার। আর তারপরেই পশ্চিমবঙ্গ দখলের হুংকার দেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, “বিহারের যে রেকর্ড জয় হয়েছে, তাতে নরেন্দ্র মোদী এবং নীতীশ কুমারের প্রতি মানুষের ভরসা রয়েছে। কিন্তু বিহারের জয় অবশ্যই আমাদের। তবে পরেরবার বাংলা। বাংলাকে আমরা কোনোমতেই বাংলাদেশ বানাতে দেব না।” অর্থাৎ এতদিন রাজ্য বিজেপির নেতারা অভিযোগ করে আসছিলেন যে, পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি এবং অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে। আর সেই কথাই উল্লেখ করে বিহারের পর এবার বাংলার ক্ষমতা দখলই যে তাদের একমাত্র টার্গেট, তা স্পষ্ট করে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘুম কেড়ে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।