প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের পুলিশ নিজেকে কিভাবে, তা তারা নিজেও জানে না। আজ অভয়ার বাবা-মায়ের ডাকে হতে চলেছে নবান্ন অভিযান। যে নবান্ন অভিযান কর্মসূচিতে সমাজের সর্বস্তরের মানুষ, এমনকি রাজনৈতিক নেতারাও পতাকা ছাড়া শামিল হবেন বলে পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। প্রথম থেকেই এই অভিযানকে সফল করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সেই নবান্ন অভিযানের আগেই একদিকে পুলিশ যেমন বড় বড় গার্ডরেল দিয়ে ব্যারিকেড করেছে, ঠিক তেমনই আগের রাত থেকেই শুরু হয়ে গিয়েছে পুলিশের চক্রান্ত। স্টেশন এলাকার মধ্যে কি করে পুলিশ ঢুকতে পারে, এবার সেই নিয়ে প্রশ্ন তুলে রাতেই সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশ কেন সেখানে উপস্থিত রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলে স্টেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি।

বলা বাহুল্য, গতকাল রাতেই শুভেন্দুবাবুর কাছে খবর আসে যে, নবান্ন অভিযানের জন্য স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে যে ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্প করতে বাধা দিচ্ছে পুলিশ। কিন্তু আশ্চর্যজনকভাবে সাঁতরাগাছি স্টেশন এলাকার মধ্যে সেই ক্যাম্প করার ক্ষেত্রে কেন রাজ্য পুলিশ বাধা দিতে চাইছে, তা নিয়েই উঠতে শুরু করে প্রশ্ন। একাংশের বক্তব্য, স্টেশনের মধ্যে কি পুলিশ নিজের অধিকার ফলাতে পারে? আর তার মাঝেই রাতেই শুভেন্দু অধিকারী নিজে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেলেন সরাসরি তিনি সেখানে পৌঁছে প্রশ্ন তুললেন যে কেন এখানে পুলিশ ঢুকেছে? এটা তো পুলিশের জায়গা নয়। স্টেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পুলিশ যাতে কোনোভাবেই স্টেশন চত্বরের মধ্যে আসতে না পারে, সেই ব্যাপারে সোচ্চার হন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারী যেভাবেই হোক, এই নবান্ন অভিযানে পুলিশ যাতে কোনোভাবেই মানুষকে ভয় দেখাতে না পারে বা আগেভাগে বিরক্ত করতে না পারে, তার জন্য মরিয়া চেষ্টা করছেন তিনি। প্রথম থেকেই অভয়ার পরিবারের সঙ্গে রয়েছেন। সমাজের সর্বস্তরের মানুষ যাতে নবান্ন অভিযানে স্বতঃস্ফূর্তভাবে শামিল হতে পারেন, তার চেষ্টা চালাচ্ছেন। তাই রাতেই খবর পেয়ে বিন্দুমাত্র দেরি না করে সাঁতরাগাছি স্টেশনে পুলিশ যেভাবে স্টেশন চত্বরের মধ্যে ঢুকে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন, স্বেচ্ছাসেবীরা যাতে ক্যাম্প করতে না পারে, তার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। আর তার বিরুদ্ধেই টেশন চত্বরের মধ্যে যাতে রাজ্য পুলিশ আসতে না পারে, সেই ব্যাপারেই স্টেশন কর্তৃপক্ষের কাছে দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা।