প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে আজ শান্তিপূর্ণ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল অভয়ার পরিবার। কিন্তু সেই অভিযানকে আটকানোর জন্য পুলিশের পক্ষ থেকে আগে থেকে সব রকম চেষ্টা করা হয়েছিল। এমন ব্যবস্থা করেছিল পুলিশ যাতে মনে হচ্ছিল যে, যারা আন্দোলন করবে, তারা বুঝি দুষ্কৃতিকারী! প্রশ্ন উঠেছিল, যে রাজ্যের পুলিশ অভয়ার হত্যার পরেও সঠিক তদন্ত করতে পারে না, আসল দোষীদের ধরতে পারে না, সেই রাজ্যের পুলিশ কেন বিচারের দাবিতে পথে নামা অভয়ার মা-বাবাকে এইভাবে আটকাতে চাইছে? আর বিরোধীদের এই সমস্ত প্রশ্নের মাঝেই আজ অরাজনৈতিকভাবে অভয়ার মা-বাবার ডাকে এই নবান্ন অভিযান কর্মসূচিতে সামিল হয়েছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও। কিন্তু এবার পুলিশি বাধার মুখে পড়তে হলো তাকেও। যার ফলে রাস্তাতেই প্রতিবাদ জানিয়ে বসে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, ইতিমধ্যেই নবান্ন অভিযানের উদ্দেশ্যে যে মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই মিছিল অনেকটা দূরে যেতে শুরু করে। রাস্তায় ব্যারিকেড করে পুলিশ তাকে আটকানোর বহু চেষ্টা করেছিল। কিন্তু একের পর এক ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। এদিকে পার্ক স্ট্রিটে সেই মিছিল যেতেই তাতে বাধা দেওয়া হয়। যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। আর তারপরেই প্রতিবাদ জানিয়ে রাস্তাতেই জাতীয় পতাকা হাতে বসে পড়েন বিরোধী দলনেতা।

শুভেন্দুবাবুর অভিযোগ, তার সঙ্গে এই কর্মসূচিতে যারা আছেন, তাদের অনেকেই আক্রান্ত হয়েছেন। এমনকি অভয়ার মা-বাবাকেও মারধর করা হয়েছে বলেও অভিযোগ বিরোধী দলনেতার। স্বাভাবিক ভাবেই শুভেন্দু অধিকারী যেভাবে পুলিশি বাধার মুখে পড়ে রাস্তাতেই বসে পড়লেন, তাতে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শহর কলকাতা জুড়ে। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী এখানে বসেই কি অবস্থান চালাবেন, নাকি পুলিশি বাঁধাকে অতিক্রম করে আরও সামনের দিকে এগিয়ে যাবেন! ঘটনা পরম্পরার দিকে নজর থাকবে গোটা রাজ্যবাসীর।