প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গত ৯ আগস্ট অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে অভয়ার মা, বাবার ডাকে রাজপথে নেমেছিলেন প্রচুর মানুষ। নবান্ন অভিযানের যে ডাক অভয়ার পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তাকে বাধা দিতে পুলিশের চেষ্টার শেষ ছিল না। আর সেখানে যে সমস্ত অরাজনৈতিক মানুষরা রাজপথে নেমেছিলেন, তাদের যেমন পুলিশের লাঠির ঘা খেতে হয়েছে, ঠিক তেমনই পুলিশের লাঠিচার্জ থেকে বাদ যাননি অভয়ার মাও। তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। অভয়ার পরিবারের অভিযোগ, নিহত তরুণী চিকিৎসকের মাকে মাথায় আঘাত করা হয়েছে। এমনকি হাতের শাঁখা ভেঙে দিয়েছে পুলিশ। আর এসবের মধ্যেই এবার পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন অভয়ার বাবা।
বলা বাহুল্য, নবান্ন অভিযানের দিন রীতিমত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে, অভয়ার মাকেও পুলিশ লাঠিচার্জ করবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই দৃশ্যও দেখতে হয় গোটা বাংলাকে। যে পুলিশ কর্তব্যরত তরুণী চিকিৎসককে সুরক্ষা দিতে পারে না, তার মৃত্যুর প্রতিবাদে যখন তার পরিবার বিচারের দাবিতে পথে নামে, তখন তার মাকেও যেভাবে সেই পুলিশ হেনস্থা করলো, তা সমস্ত সীমারেখাকে লংঘন করেছে বলেই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই অভয়ার মাকে হাসপাতালে দেখেও এসেছেন তিনি। তবে প্রশ্ন ছিল যে, অভয়ার পরিবার কি এবার পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে? অবশেষে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে সেই পুলিশের বিরুদ্ধেই পদক্ষেপ নিলেন অভয়ার বাবা।
সূত্রের খবর, ইতিমধ্যেই অভয়ার মা আহত হওয়ার ঘটনায় পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন অভয়ার বাবা। যেখানে শেক্সপিয়ার সরণি থানায় ই মেইলে একটি অভিযোগ করেছেন তিনি। আর সেখানেই অভয়ার বাবা দাবি করেছেন, অভয়ার মায়ের হাত ধরে পুলিশ টানা হেচড়া শুরু করেছিল। যার ফলে তার হাতের শাঁখা ভেঙে যায়। এমনকি তার মাথায় এবং পিঠেও লাঠি দিয়ে আঘাত করেছে পুলিশ বলে অভিযোগ করেছেন অভয়ার বাবা। আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে যে, তাহলে কি এবার অভয়ার বাবার এই অভিযোগের তদন্ত করতে পারবে পুলিশ? তাদের আধিকারিকদের বিরুদ্ধেই তো অভিযোগ উঠেছে অভয়ার মায়ের ওপর হেনস্থা করার। তাহলে পুলিশের কাছে এখন চ্যালেঞ্জ, অভয়ার বাবার অভিযোগের সুষ্ঠু তদন্ত করা। তাই পুলিশি তদন্তে ঠিক কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।