প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসকের বিরুদ্ধে যারাই লড়াই করবে, তারাই বারবার করে পুলিশের দ্বারা হেনস্থা হয়েছে। বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও ছাড়া হয়নি বলে অভিযোগ করে বিরোধীরা। শাসকের রক্তচক্ষুর বিরুদ্ধে প্রতিবাদ করলেই হয় পুলিশি হাজিরা, তা না হলে শ্রীঘরে ঠাঁই হবে। এমনটাই এই রাজ্যের শাসকের পক্ষ থেকে প্রতিবাদীদের দমন করার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বলে সোচ্চার বিরোধী রাজনৈতিক দলগুলো। আর তার মধ্যেই সম্প্রতি যে নবান্ন অভিযান হয়ে গেল, সেখানে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা পুলিশের চোখে চোখ রেখে এই রাজ্যের পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছিলেন, তাদের এবার নোটিশ পাঠানোর কাজ শুরু করে দিলো পুলিশ। ইতিমধ্যেই নিউমার্কেট থানায় হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে।
প্রসঙ্গত, নবান্ন অভিযানের দিন যেভাবে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তাতে একটা আশঙ্কা ছিলই যে, পুলিশ এবার মামলার পথ নেবে। হয়ত বেছে বেছে এই বিজেপি বিধায়কদের জব্দ করার জন্য আবার তাদের নোটিশ পাঠাবে। কিন্তু নোটিশ পাঠালেও যে তারা তাদের প্রতিবাদ থামাবেন না, এতদিন ধরে তারা যেভাবে লড়াই করে এসেছেন, তা যে অব্যাহত থাকবে, তা জানিয়ে দিয়েছেন বিরোধী দলের বিধায়করা। আর তার মাঝেই এবার খবর পাওয়া গেল যে, পুলিশকে কটুক্তি এবং হেনস্থার ঘটনায় বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে হাজিরা দিতে হবে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই নিউমার্কেট থানার পক্ষ থেকে অশোক দিন্দাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৭ আগস্ট তাকে হাজিরা দেওয়ার কথা বলেছে পুলিশ। আর এখানেই প্রশ্ন উঠছে যে, পুলিশ কর্তব্যরত চিকিৎসককে হাসপাতালে নিরাপত্তা দিতে পারে না, তার মৃত্যুর সঠিক কিনারা করতে পারে না, বিচার দিতে পারে না, সেই পুলিশ বেছে বেছে কেন প্রতিবাদীদের হেনস্থা করছে? আজকে ঘরের মেয়ের ওপর এই ধরনের অন্যায়ের জন্যই তো গোটা রাজ্যবাসী প্রতিবাদে নেমেছিল। আর সেখানে পুলিশ বাধা দিয়েছিল বলেই তো পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বিরোধী দলের বিধায়করা। কিন্তু সেটা করতে গিয়ে যেভাবে পুলিশ বেছে বেছে বিজেপি বিধায়কদের নোটিশ পাঠাচ্ছে, তাতে স্পষ্ট যে, আবারও মামলা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বলেই দাবি বিরোধী শিবিরের।