প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
প্রায় এক বছর হয়ে গেল, অভয়ার মৃত্যুর ঘটনার। কিন্তু এখনও পর্যন্ত বিচার পাননি তারা। সামনেই ৯ আগস্ট, যেদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছে অভয়ার পরিবার। রাজ্য পুলিশের ওপর তো তাদের ভরসা প্রথম দিন থেকেই ছিল না। কিন্তু যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তাদের ভূমিকাতেও মাঝেমধ্যেই অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল অভয়ার পরিবারকে। আর এবার মেয়ের মৃত্যুর এক বছর পুরন হওয়ার আগেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিলো অভয়ার মা- বাবা।
বস্তুত, অভয়ার পরিবারের পক্ষ থেকে মাঝেমধ্যেই তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যে সিবিআই তদন্ত করছে, তাদের ভূমিকা উল্লেখযোগ্য নয় বলেই হতাশা প্রকাশ করেছেন অভয়ার বাবা-মা। এমনকি তাদের মুখে শোনা গিয়েছিল যে, তারা নিজেদের মেয়ের মৃত্যুর সুবিচার চাইতে যতদূর যাওয়া প্রয়োজন, ততদূর যাবেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতেও তাদের কোনো দ্বিধাবোধ নেই বলেও জানিয়ে দিয়েছিলেন তারা। ইতিমধ্যেই অভয়ার পরিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে। যার ফলে তৃণমূল সরকার এমনিতেই চাপে পড়ে গিয়েছে। আর তার মধ্যে আজ জল্পনা বাড়িয়ে সেই অভয়ার মা এবং বাবা রওনা দিলেন দিল্লির উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ করে তাদের এই সফরের কারণ কি?
বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে যে, তাহলে কি ৯ আগস্ট যে নবান্ন অভিযানের ডাক অভয়ার পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার আগে তাদের এই দিল্লি সফরের পেছনে বড় কোনো কারণ রয়েছে? তারা কি নিজেদের মেয়ের মৃত্যুর সুবিচার চাইতে এবার দিল্লিতে গিয়ে বড় কোনো হেভিওয়েটের সঙ্গে দেখা করবেন? একাংশ বলছেন, আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারে অভয়ার পরিবার। পাশাপাশি যে সিবিআই গোটা ঘটনার তদন্ত করছে, সেই সিবিআই আধিকারিকদের সঙ্গেও তাদের দেখা করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ নিজেদের মেয়ের মৃত্যুর এক বছর পূরণ হওয়ার আগেই দিল্লি গিয়ে গোটা বিষয়টি নিয়ে আরও বড় জায়গায় দরবার করতে পারেন অভয়ার মা-বাবা। স্বাভাবিক ভাবেই অভয়ার পরিবারের হঠাৎ করেই এই দিল্লি যাওয়া এবং দিল্লিতে গিয়ে তারা ঠিক কাদের কাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে রাজ্যবাসীর।