প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা। তারপরেই নতুন দলের ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবীর। ইতিমধ্যেই তিনি তৃণমূল এবং বিজেপি, দুই দলের বিরুদ্ধেই তার এই নতুন দল গঠন করবেন বলে জানিয়ে দিয়েছেন। এমনকি তার এই নতুন দলে তিনি রাজ্যের একাধিক আসনে প্রার্থী দেবেন এবং সংখ্যালঘু প্রার্থীদের জিতিয়ে বিধানসভায় নির্ণায়ক শক্তি হিসেবে নিজের দলকে প্রতিষ্ঠিত করবেন বলেও দাবি করেছেন ভরতপুরের বিধায়ক। তবে হুমায়ুনবাবুর এই নতুন দল নিয়ে নানা মহলে চর্চা চলছে। অনেকে বলছেন, তিনি বিজেপির কথায় চলছেন। আবার অনেকে বলছেন, তিনি তৃণমূলের কথায় চলছেন। আর এই সমস্ত কিছুর মধ্যেই এবার নতুন দল গঠনের দিনেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বড় মন্তব্য করলেন হুমায়ুন কবীর।
ইতিমধ্যেই বাবরি মসজিদের শিলান্যাস করে বিতর্কের মুখে পড়েছিলেন হুমায়ুনবাবু। যার প্রবল বিরোধীতা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতৃত্ব। তারা সকলেই বলেছিলেন, যে বাবর ভারতবর্ষকে ধ্বংসের চেষ্টা করেছিল, সেই বাবরের নামেই কেন মসজিদ করতে হবে? কেন অন্য কারও নামে মসজিদ করতে পারলেন না হুমায়ুন কবীর? আর এই পরিস্থিতিতে আজ তিনি যে নতুন দল গঠন করতে চলেছেন, তার ফর্মুলা কি হবে, সেই দল কিভাবে চলবে, তা ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন। তবে রাজ্যের বর্তমান শাসক দল এবং বিরোধী দল সম্পর্কে আজ নিজের ভাবনার কথা তুলে ধরলেন হুমায়ুন কবীর। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে নিয়েও বড় মন্তব্য করলেন তিনি।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীর বলেন, “শুভেন্দু অধিকারী আদ্যপ্রান্ত একটা রাজনৈতিক ব্যক্তি। সাম্প্রদায়িক দলে গিয়ে দলের পক্ষে কথাবার্তা অনেক কিছু উল্টোপাল্টা বলেছেন। কিন্তু তিনি একজন রাজনীতিবিদ। একটা রাজনীতিক পরিবারের সদস্য। তার সঙ্গে ব্যক্তিগতভাবে মেলামেশা করা যায়। তার সম্পর্কে কোনো রকম বাজে ধারণা আমার নেই।”