প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রধানমন্ত্রী কলকাতার তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন, এই খবর পাওয়ার পর থেকেই যেন গাত্রদাহ শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের মধ্যে। সকাল থেকেই তারা সোশ্যাল মিডিয়ার প্রচার করতে শুরু করেছিল যে, মোদীজি মিথ্যে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। এর সমস্ত কিছুই রেলমন্ত্রী থাকার সময় করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তার উদ্বোধন করে বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন প্রধানমন্ত্রী। তবে বিজেপির পাল্টা দাবি ছিল, বাংলার মানুষ জানে কোনটা সত্যি, আর কোনটা মিথ্যে। তাই প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শহরবাসীর মধ্যে উচ্ছ্বাস ছিল চরমে। কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে নেমে নির্ধারিত সূচি অনুসারে যশোর রোড স্টেশনে পৌঁছে যান প্রধানমন্ত্রী। আর সেখান থেকেই কলকাতার তিন গুরুত্বপূর্ণ মেট্রো রুটের শুভ সূচনা করলেন তিনি।
প্রসঙ্গত, কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দর থেকে সোজা যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, এবং বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। আর সেখান থেকেই কলকাতার তিন গুরুত্বপূর্ণ মেট্রো রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যেখানে সবুজ পতাকা নাড়িয়ে বহু প্রতীক্ষিত এই তিন গুরুত্বপূর্ণ মেট্রো রুটের উদ্বোধন হয় তার হাত ধরেই।
বলা বাহুল্য, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো রুটের উদ্বোধন করেন। যার মধ্যে রয়েছে বিমানবন্দর থেকে নোয়াপাড়া, বেলেঘাটা থেকে রুবি এবং শিয়ালদহ থেকে হাওড়া ময়দান মেট্রো রুটের। মূলত, এই তিন মেট্রো রুটের উদ্বোধন কবে হবে, কবে থেকে আরও যাতায়াত সহজ হবে শহরবাসীর, তার দিকে সকলেরই নজর ছিল। অবশেষে প্রধানমন্ত্রীর হাত ধরেই সেই উদ্বোধন হবে, এই খবর পাওয়ার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছিলেন কলকাতার মানুষ। তাই দুর্গাপুজোর আগেই আজ প্রধানমন্ত্রীর হাত ধরে এই তিন গুরুত্বপূর্ণ মেট্রো রুটের উদ্বোধনে রীতিমত উচ্ছ্বাসে ফেটে পড়ছে তিলোত্তমা।
