প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাংলা ও বাঙালি শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব শারদ উৎসবে বিজেপি যে এবার জনসংযোগ করতে চাইছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে সকলের কাছে। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন আগে দুর্গা পুজোয় আসবার জন্য অমিত শাহকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। শেষ পর্যন্ত খবর পাওয়া গিয়েছিল যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় শারদ উৎসবের সময় আসতে পারেন। এমনকি বেশ কয়েকটি পূজার সূচনা করতে পারেন তিনি। অবশেষে গতকাল রাতে পশ্চিমবঙ্গে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে তার আগমনে রীতিমত উচ্ছ্বসিত গেরুয়া শিবির।
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পূজা উদ্বোধন নিয়ে বেশ কিছু খবর সামনে আসছে। আজ শহর কলকাতার দুটি পুজো উদ্বোধন করতে পারেন তিনি। মাঝে কালীঘাট মন্দিরে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। গতকাল রাতেই কলকাতা বিমানবন্দরে নামেন অমিত শাহ। আর সেখানেই তাকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃত্বরা। আর তারপরেই নিউটাউনে যে হোটেলে রাত্রি বাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে কনভয় নিয়ে পৌঁছে যান তিনি।
বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গের মাটিতে ২৬ এর নির্বাচনের আগে কেন্দ্রীয় বিজেপি ক্ষমতা দখলের ব্যাপারে অত্যন্ত তৎপর হয়ে পড়েছে। আর সেই কারণেই ঘন ঘন দিল্লির নেতাদের বাংলায় আসতে দেখা যাচ্ছে। আর ২৬ এর ভোটের আগে যেহেতু শেষ দুর্গাপুজো, তাই এই দুর্গা পুজোকে হাতিয়ার করে জনসংযোগের বিন্দুমাত্র সুযোগ হাতছাড়া করতে নারাজ বিজেপি নেতারা। আর সেই কারণেই পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে তারা যে একাত্ম হতে চায়, তার প্রমাণ দিতে এবং তৃণমূলকে চাপে রাখতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুজো উদ্বোধনে কলকাতায় আসা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।