প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। ভোটের ঘোষণা না হলেও প্রত্যেকটি রাজনৈতিক দলের তৎপরতা বুঝিয়ে দিচ্ছে যে, রাজ্যে ভোট আসছে। বিজেপি এবার পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যে বাংলা নিয়ে অত্যন্ত সিরিয়াস, তা বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে বিজেপি নেতা কর্মীরা সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে পশ্চিমবঙ্গে আসবেন, যত তাড়াতাড়ি আসবেন, ততই যে তারা আরও বেশি উজ্জীবিত হয়ে উঠবেন, তা নিয়ে বঙ্গ বিজেপির মধ্যেও আলোচনা চলছিলো। বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যাচ্ছিল যে, চলতি মাসেই প্রধানমন্ত্রী বাংলায় আসতে পারেন। আর অবশেষে সামনে এলো বড় খবর।
বাংলার বিজেপি নেতাকর্মীরা রীতিমত মুখিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার জন্য। তারা সকলেই তৈরি, পশ্চিমবঙ্গে পরিবর্তনের ব্যাপারে। তবে নরেন্দ্র মোদী যদি চলতি মাসেই বাংলায় আসেন, তাহলে তারা যে আরও বেশি করে লড়াইয়ের ময়দানে নামতে পারবেন, তা বলার অপেক্ষা রাখে না। সেইমত এতদিন আলোচনা চলছিলো। কিন্তু এবার চলতি মাসেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছেন, সেই ব্যাপারে এলো পাকাপাকি খবর। তবে কবে, কোথায় সভা করবেন তিনি?
সূত্রের খবর, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বঙ্গ বিজেপিকে সভার ব্যাপারে একটি সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। জানা গিয়েছে, আগামী ২০ ডিসেম্বর বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে নদীয়ায় সভা করতে পারেন তিনি। এক্ষেত্রে তাহেরপুরে তার সভা করার সম্ভাবনা রয়েছে বলেই খবর। স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসার পর রীতিমত উজ্জীবিত বঙ্গ বিজেপি। সব মিলিয়ে চলতি মাসেই ভোটের দামামা বাজার আগেই বঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদী।