প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বিহারে প্রধানমন্ত্রীর সভায় কু মন্তব্যের প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের অফিসে সামনে গিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ সহ তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে বিজেপি নেতা রাকেশ সিংহের বিরুদ্ধে। আর তারপর থেকেই কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয় বিক্ষোভ। রাহুল গান্ধীর ছবিতেও যেভাবে কালি লাগিয়ে দেওয়া হয়েছে, তাতে একটি রাজনৈতিক দলের অফিসের সামনে গিয়ে অন্য একটি রাজনৈতিক দলের নেতা কি করে এই ধরনের তাণ্ডব চালাতে পারেন, তা নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়। তবে এই ঘটনা ঘটার পরেও পুলিশ তাকে কেন খুঁজে পাচ্ছে না, এই প্রশ্নও বিভিন্ন মহলে উঠতে শুরু করে। আর অবশেষে গতকাল রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, প্রদেশ কংগ্রেসের অফিসে তান্ডব চালানোর ঘটনায় রাকেশ সিংয়ের গ্রেপ্তারি নিয়ে ক্রমাগত আন্দোলনের ঝাঁজ বাড়াতে থাকে কংগ্রেস নেতৃত্ব। গতকালও তারা বিধানসভার সামনে এই ব্যাপারে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করে। ইতিমধ্যেই সেই রাকেশ সিংয়ের ছেলেকে পুলিশের পক্ষ থেকে গ্রেফতারি নিয়ে সোচ্চার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাকেশ সিং যদি কোনো ঘটনা ঘটিয়ে থাকেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা হোক।‌ কিন্তু অন্যায় ভাবে তার ছেলেকে কেন গ্রেফতার করা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। আর এসবের মধ্যেই গতকাল রাতে অবশেষে গ্রেফতার করা হলো সেই রাকেশ সিংকে।

কিন্তু কোথা থেকে এই বিজেপি নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ? যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, অস্ত্র আইন সহ একাধিক ধারায় এই রাকেশ সিংয়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। কিন্তু একটি সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে তিনি আসলেও তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, এমনটাই জানা গিয়েছিল। যার ফলে বিভিন্ন মহলে নানা প্রশ্ন তৈরি হয়। আর এসবের মধ্যেই গতকাল ট্যাংরা এলাকা থেকে সেই রাকেশ সিংকে গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।