প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গত বছর ৯ আগস্ট ঘটে গিয়েছিল আরজিকরের মত মর্মান্তিক ঘটনা। যেখানে কর্তব্যরত চিকিৎসক তরুনীর ধর্ষণ এবং খুনের ঘটনা নাড়া দিয়েছিল গোটা রাজ্য এবং দেশকে। তারপর লাগাতার প্রতিবাদ হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অভয়ার পরিবার সুবিচার পায়নি বলেই দাবি তাদের। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি রাষ্ট্রপতির কাছেও তারা বারবার করে দরবার করেছেন বিচারের দাবিতে। কিন্তু সেভাবে কোনো পক্ষ থেকেই সারা আসেনি বলে দাবি করা হয়েছে। আর এই পরিস্থিতিতে গত ১৩ তারিখে ফের অভয়ার পরিবারের পক্ষ থেকে বিচারের দাবিতে রাষ্ট্রপতির কাছে একটি মেইল করা হয়েছিল। আর সেই মেইলের প্রাপ্তি স্বীকার করে পাল্টা অভয়ার পরিবারের কাছে বার্তা পাঠালো রাষ্ট্রপতি ভবন।

বলা বাহুল্য, ইতিমধ্যেই অভয়ার মৃত্যুর এক বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তারা বিচার পাননি বলেই দাবি করছেন অভয়ার বাবা-মা। ইতিমধ্যেই তারা নবান্ন অভিযান করেছেন। আর এবার গত ১৩ তারিখে ফের মেয়ের মৃত্যুর বিচারের দাবিতে রাষ্ট্রপতি ভবনে একটি মেইল পাঠিয়েছেন তারা। ইতিমধ্যেই সেই মেইলের প্রাপ্তি স্বীকার করা হয়েছে। এমনকি তা খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিয়েছে রাষ্ট্রপতি ভবন। স্বাভাবিকভাবেই অভয়ার পরিবারের মধ্যে একটা আশা তৈরি হয়েছে যে, তাহলে কি এবার তারা মেয়ের মৃত্যুর সুবিচার পেতে চলেছেন?

বিশেষজ্ঞরা বলছেন, অভয়ার পরিবার রাজ্যের তদন্তকারী সংস্থার ওপর তো ভরসা অনেকদিন আগেই হারিয়ে ফেলেছিল। কিন্তু তাদের আশা ছিল যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ব্যাপারে একটা কিনারা করবে। কিন্তু তারা যেভাবে চলছে, তাতে তাদের ভূমিকায় যে তারা অত্যন্ত বিরক্ত, তা স্পষ্ট হয়ে গিয়েছে। তাই এখন শেষ ভরসা রাষ্ট্রপতির দরবার। ফলে বিচারের দাবিতে তারা রাষ্ট্রপতির দরবারে মেইল পাঠাতেই সেখান থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হলো, তাতে আশা করা যাচ্ছে যে, এবার রাষ্ট্রপতি ভবন থেকে যদি তাদের দেখা করার কথা বলা হয়, তাহলে তারা রাষ্ট্রপতির মুখোমুখি হয়ে গোটা বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে পারে। আর সঠিক তথ্য তারা যদি তুলে ধরতে পারেন, তাহলে হয়ত আগামী দিনে অভয়ার মৃত্যুর সুবিচার, যা এতদিন অধরা ছিল, তা পূরণ হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।