প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পুজোর আগেই খবর পাওয়া গিয়েছিল যে, প্রায় সব কটি মামলাতেই জামিন পেয়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায। কিন্তু সেই সময় তার জেল মুক্তি ঘটেনি। কেননা সিবিআইয়ের দেওয়া যে তালিকা, যেখানে বেশ কিছু জনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়ার কথা ছিল। কিন্তু তা তখনও সমাপ্ত হয়নি। যার ফলে সেই কার্য সমাপ্ত না হওয়ার কারণে সেই সময় জেল থেকে ছাড়া পাননি পার্থ চট্টোপাধ্যায়। তবে এবার অবশেষে সেই সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। আর তারপরেই আজ খুশির খবর পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় তিন বছর জেলে থাকার পর অবশেষে জেল মুক্তি ঘটতে চলেছে তার। পুজোর আগেই সমস্ত মামলা থেকে মুক্তি পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু জেল মুক্তি হয়নি। কেননা সিবিআইয়ের পক্ষ থেকে যে ৮ জনের নাম দেওয়া হয়েছিল, তাদের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শেষ হয়নি। যার ফলে সমস্ত মামলা থেকে মুক্ত হলেও জেলেই থাকতে হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তবে অবশেষে সেই জেল মুক্তি ঘটতে চলেছে তার।

জানা গিয়েছে, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামীকালই জেল থেকে ছাড়া পেয়ে যাবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সিবিআইয়ের দেওয়া তালিকার পরিপ্রেক্ষিতে যে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া, তা ইতিমধ্যেই শেষ হয়েছে। আর তারপরেই জেল মুক্তি হতে চলেছে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীর। স্বাভাবিকভাবেই প্রায় তিন বছর পর এবার জেল থেকে ছাড়া পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়।