প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, যারা চাইছেন যে, আসল যারা দুর্নীতি করেছে, তাদের জেলে যাওয়া দেখতে, তারা অনেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপে হতাশ। অনেকেই বলছেন যে, চুনোপুটিদের কয়েক দিনের জন্য গ্রেপ্তার করে কি লাভ হবে? আসল যারা মাথা, যারা নেপথ্যে থেকে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, তাদের কবে গ্রেপ্তার করা হবে? শুধু কি তাই, নেপথ্যের কারিগরদের দিকে তো কেন্দ্রীয় সংস্থা হাত বাড়াতেই পারছে না, এমনকি যারা দুর্নীতি করেছে বলে সকলের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে, তাদের অনেকেও এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি বলেই অভিযোগ উঠছে। তবে এবার কি ধীরে ধীরে শীতঘুম ছেড়ে গা ঝাড়া দিয়ে উঠতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? এতদিন তাদের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকলেও, এবার রাজ্যের মন্ত্রীর স্ত্রী, পুত্র এবং কন্যাকে সিজিও কমপ্লেক্সের তলব করা হলো।

ইতিমধ্যেই এই রাজ্যের একাধিক দুর্নীতির বিষয় সামনে এসেছে। শিক্ষা নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুর নিয়োগ দুর্নীতির ঘটনার কথা সকলেই জানেন। কিন্তু যাদের যাদের গ্রেপ্তার হওয়ার কথা ছিল, তারা কি সকলে আদৌ গ্রেপ্তার হয়েছেন? তাদের দুর্নীতির কথা মুখে মুখে ছড়িয়ে পড়ছে। কিন্তু কেন তাদেরকে গ্রেফতার করতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? আর কতদিন তারা সময় নেবে? এই প্রশ্ন বিভিন্ন মহলে উঠেছে‌। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর সমাজের একটি বড় অংশের মানুষ যে বিরক্ত, তাও বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই কিছুদিন আগে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। আর এবার তার স্ত্রী পুত্র এবং কন্যাকে তলব করা হলো।

জানা গিয়েছে, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালানোর পর এবার আরও বড় পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে আগামী সপ্তাহে ইডির পক্ষ থেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য সুজিতবাবুর স্ত্রীড় পুত্র এবং কন্যাকে নির্দেশ দেওয়া হয়েছে। একাংশ মনে করছেন যে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার সুজিত বসুর অফিসে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তার পরিপ্রেক্ষিতেই এবার তার পরিবারকে তলব করেছে তারা। তবে শুধুমাত্র তলব করেই কি বসে থাকবে ইডি! নাকি এবার আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে যখন তাদের শীতঘুম ভেঙেছে, তখন তারা একটি কড়া পদক্ষেপ নেওয়ার মত ক্ষমতা দেখাবেন? মন্ত্রীর পরিবারকে ইডির পক্ষ থেকে তলব করার খবর সামনে আসার পর কিছুটা হলেও খুশি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা রাজ্যবাসী।