প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে ১৮০৬ জনের দাগী অযোগ্যের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর এই তালিকা প্রকাশের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। আর তা এই তালিকা প্রকাশের মধ্যে দিয়েই স্বীকার করে নিয়েছে রাজ্য বলেই দাবি করছে বিরোধীরা। তবে প্রথম দিন থেকেই বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী দাবি করছেন যে, এটা অসম্পূর্ণ তালিকা। এই তালিকায় আরও অনেক নাম রয়েছে। আর এবার প্রকাশ্য সভা থেকে অযোগ্যের তালিকায় কতজনের নাম রয়েছে, তা নিয়ে রীতিমত বোমা ফাটালেন রাজ্যে বিরোধী দলনেতা।
প্রসঙ্গত, এসএসসির পক্ষ থেকে যে দাগি অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়েছে, তা নিয়ে রীতিমত চাপে রাজ্য সরকার। রাজ্য এতদিন বলেছিল যে, কোনো দুর্নীতি হয়নি। কিন্তু এসএসসি যে তালিকা প্রকাশ করে দিয়েছে, তাতেই তো স্পষ্ট যে, রাজ্য নিজেরাই স্বীকার করে নিলো, তারা চুরি করেছে। অন্তত তেমনটাই দাবি করছে বিরোধীরা। তবে ১৮০৬ জনই গিয়ে এই তালিকায় সীমাবদ্ধ নয়, প্রথম দিন থেকেই তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিরোধী নেতারা। আর এবার কতজন সেই তালিকায় আছে, তা প্রকাশ করে রাজ্যের ঘুম কেড়ে নিলেন শুভেন্দু অধিকারী।
খানাকুলের সভা থেকে শুভেন্দুবাবু বলেন, “১৮০৬ জন নয়, এটা অসম্পূর্ণ তালিকা। ১৯৫৮ জনের তালিকা রয়েছে। আমি লিস্ট বের করব।” আর একেবারে কতজন অযোগ্য রয়েছে, সেই সংখ্যার কথা উল্লেখ করে দিয়ে শুভেন্দু অধিকারী সব থেকে বড় তথ্য সামনে নিয়ে চলে গেলেন। অনেকেই বলছেন, শুভেন্দুবাবুর কাছে হয়ত এই প্রকৃত সংখ্যাটা রয়েছে। কারণ তা না হলে তিনি সংখ্যার কথা উল্লেখ করে এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতেন না। তিনি খুব ভাল মতই জানেন যে, এই অযোগ্যের তালিকাতে কারা রয়েছে! তাই প্রথম দিন থেকেই শুভেন্দুবাবু দাবি করছেন, যে তালিকা এসএসসি দিয়েছে, সেটা অসম্পূর্ণ তালিকা। তাই এবার পুরো তালিকা প্রকাশ করার যে হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা দিলেন, তাতে তিনি কবে সেই তালিকা প্রকাশ করেন এবং তার প্রকাশ করা সেই তালিকায় কার কার নাম থাকে, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।