প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
প্রথমে সুপ্রিম কোর্টে ২০১৬ সালের পুরো প্যানেল নিয়োগ দুর্নীতির কারণে বাতিল হয়ে যায়। তারপর শীর্ষ আদালতের পক্ষ থেকে যারা এই প্যানেলের মধ্যে যোগ্য রয়েছে, তাদের যাতে সুযোগ করে দেওয়া যায়, সেই প্রক্রিয়া সংগঠিত করার নির্দেশ দেওয়া হয় এসএসসিকে। কিন্তু এসএসসি আবার নতুন করে পরীক্ষা নেয়। যেখানে যোগ্য চাকরিহারারা যেমন পরীক্ষায় বসেছিলেন, ঠিক তেমনই নয়া চাকরিপ্রার্থীরাও পরীক্ষায় বসেন। স্বাভাবিকভাবেই যোগ্য চাকরি হারাদের বিষয়টি দেখার জন্য এসএসসিকে বলা হলেও, তারা অতিরিক্ত শূন্য পদ তৈরি করে যেভাবে নয়া চাকরিপ্রার্থীদেরও পরীক্ষা নিয়েছে, তাতে আজ সেই এসএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকি শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। স্বাভাবিকভাবেই যে পরীক্ষা হয়ে গেল, তা নিয়ে আবার নতুন করে একটা জটিলতার আশঙ্কা করা হচ্ছে। আর বারবার করে রাজ্যের ভুলে, এসএসসির ভুলে যেভাবে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এবার তার বিরুদ্ধে আর মুখ বন্ধ করে থাকতে রাজি ননযোগ্য চাকরিহারা শিক্ষকরা। এদিন সুপ্রিম কোর্টে এসএসসি ভর্ৎসিত হতেই রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার হুঁশিয়ারি দিলেন যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাস।

আজ শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতে ফের প্রশ্নের মুখে পড়ে যায় এসএসসি। ইতিমধ্যেই তারা নতুন করে পরীক্ষা নিয়েছে। নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর রেজাল্ট পর্যন্ত প্রকাশ হয়েছে। যেখানে ২০১৬ সালের যে প্যানেল বাতিল হয়েছিল, তার মধ্যে যোগ্যরা যেমন পরীক্ষা দিয়েছিলেন, ঠিক তেমনই নয়া চাকরিপ্রার্থীরাও অংশ নিয়েছিলেন। তবে এখানেই এসএসসির ভূমিকায় প্রশ্ন তুলে দিয়েছে শীর্ষ আদালত। যেখানে আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, যারা যোগ্য চাকরিহারা, তাদের সুযোগ দিতে হবে, সেখানে নয়া চাকরিপ্রার্থীদেরও পরীক্ষা নেওয়া হয়েছে, তাতে আদালতের পক্ষ থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। এমনকি এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা আবার ফিরিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে। স্বাভাবিকভাবেই যারা এত কষ্ট করে পরীক্ষা দিলেন, যারা যোগ্য চাকরিহারা, যারা নয়া চাকরিপ্রার্থী, তাদের ভবিষ্যৎ কি হবে, এখন তা নিয়েই উঠে গিয়েছে বড়সড় প্রশ্ন। তাই বারবার করে যেভাবে আইনি জটিলতার জালে তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে, তাদের চাকরির সুনিশ্চিতয়করন হচ্ছে না, তাতে আর ধৈর্য রাখতে পারছেন না চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়ে পাওয়া চাকরি যেভাবে তারা হারিয়েছেন এবং তার জন্য যে এই রাজ্য সরকারের দুর্নীতিই প্রধান ভাবে দায়ী, তা বারবার তারা উল্লেখ করেছেন। আর আবার নতুন করে নিয়োগের আশা থাকলেও, যেভাবে আইনি জট দেখতে পাওয়া যাচ্ছে, তাতে এবার রাজ্যের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিলেন যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস।

এদিন সুপ্রিম কোর্টে এসএসসি চরম ভর্ৎসনার শিকার হয়। আর তারপরেই রাজ্যের বিরুদ্ধে খুব উগড়ে দেন যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। তিনি বলেন, “রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমাদের স্পষ্ট বক্তব্য, এসএসসির ২০১৬ প্যানেলের একজন যোগ্য শিক্ষককেও যদি বঞ্চিত করা হয়, তাহলে এই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো। আজ এই মামলার যে জট, এই যে করুণ পরিস্থিতি, এর জন্য একমাত্র দায়ী রাজ্যের সরকার এবং রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী। আগামী ২৮ তারিখ এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। ২০১৬ সালের চাকরিহারা সকলের কাছে আমার আবেদন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। চাকরি চুরির ক্ষত মেটানোর জন্য এসএসসি ২০১৬ প্যানেলকে আলাদা নিয়োগের ব্যবস্থা করতে হবে।”