প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসআইআর আবহে মুখ্যমন্ত্রী কতটা আতঙ্কিত হয়ে পড়েছেন, তা আজ বনগাঁয় তার সভা এবং বক্তব্যের দিকে একটু নজর রাখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে সকলের কাছে। মুখ্যমন্ত্রী খুব ভালো মতই বুঝতে পারছেন যে, এসআইআরে প্রচুর ভুয়ো ভোটারদের নাম বাদ যাবে। আর সেই সমস্ত ভুয়ো ভোটারদের নাম বাদ গেলে তার আর ক্ষমতায় টিকে থাকা হচ্ছে না। আর সেই আতঙ্কেই আজ তিনি যেভাবে নির্বাচন কমিশন থেকে শুরু করে বিরোধী দল বিজেপিকে আক্রমণ করেছেন, তাতে খুব একটা অস্বাভাবিক কিছু দেখছি না বিরোধীরা। আর এসবের মধ্যেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবার মিষ্টি ভাষায় খোঁচা দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্রামে যাওয়ার পরামর্শ দিলেন।
বারবার করে রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছেন, বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সমস্ত তদন্ত বন্ধ করে দিলেও, এমনকি এসআইআর বন্ধ হয়ে গেলেও, এই রাজ্য থেকে এবার তৃণমূলের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। মানুষ এবার তৃণমূলের পরাজয় দেখতে চায় বলে দাবি করেছেন তিনি। আর এসআইআর হওয়ার পর এই চরম সত্যটা কি উপলব্ধি করতে শুরু করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একদিকে তো তার সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে। তার মধ্যে এসআইআর হওয়ার পরে যে প্রচুর অবৈধ ভোটারের নাম বাদ গেলে তিনি আর ক্ষমতায় টিকে থাকবেন না, তা বুঝেই কি এখন প্রকাশ্য সভা থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী? আজ বনগাঁয় তার সভা এবং বক্তব্য নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে চর্চা হয়েছে। আর তার মাঝেই এবার মুখ্যমন্ত্রী যেভাবে বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন, তার পরিপ্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে পাল্টা খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি।
এদগন মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে শমীকবাবু বলেন, “আমরা কি এতদিন অমানুষের রাজনীতি করছিলাম? পশ্চিমবঙ্গের মানুষের যিনি রাজনীতি করেন, মানুষই তাকে এবার বিদায় দিয়ে দেবে। অনেক পথ চলে তিনি ক্লান্ত, পরিশ্রান্ত। এবার তার বিশ্রামের সময় এসেছে।”