প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যের একটা অংশের মানুষের অভিযোগ যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন ঘটনায় তদন্ত করলেও, এই রাজ্যের ক্ষেত্রে কোথাও যেন একটু নীরবতা পালন করে। এক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের সেটিং রয়েছে বলে যে সমস্ত তদন্ত কেন্দ্রীয় এজেন্সির হাতে রয়েছে, সেই সমস্ত তদন্তের সঠিক ফয়সালা হয় না এবং অপরাধীরা সাজা পায় না বলে অভিযোগ একাংশের। তবে সেই অভিযোগকে কার্যত মিথ্যা প্রমাণ করে দিলো এনআইএ। যেখানে বাংলা থেকে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছিল, সেখানে এবার বড় মাথাকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এনআইএ বাংলার মাটিতে খেলা শুরু করতেই যারা দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত, যারা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, তারা এখন ভয়ে মুখ লুকোতে ব্যস্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, কলকাতার তপসিয়ায় হোটেল সাউথ ইন্টারন্যাশনালের নিরাপত্তার দায়িত্বে ছিলেন মহম্মদ ওয়াকিল। আর তার বিরুদ্ধে উঠেছিল ভয়ংকর অভিযোগ। গ্রেপ্তার হওয়া একজন সিআরপিএফ জওয়ান এবং ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে জেরা করে এই মহম্মদ ওয়াকিলের নাম উঠে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। আর তারপরেই এবার তাকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করলো এনআইএ। এদিকে যে হোটেলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই মহম্মদ ওয়াকিল, সেই হোটেল কর্তৃপক্ষ পাক গুপ্তচর সন্দেহে তাদের অধীনস্থ এক কর্মচারীকে গ্রেফতার করার খবর শুনে রীতিমত শিউরে উঠছে।

বিরোধীদের দাবি, বাংলা ক্রমশ দেশ বিরোধীদের শক্তিশালী ভরকেন্দ্র হয়ে উঠেছে। এখান থেকেই অনুপ্রবেশকারীরা গোটা দেশে ছড়িয়ে গিয়ে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েই চলেছে। তবে শহর কলকাতা যে একেবারেই নিরাপদ নয়, তা এনআইএর এই পাক গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেই প্রমাণ করে দিলো। যারা দেশে থেকে শত্রুদের হাতে অস্ত্র তুলে দেয়, দেশের ক্ষতি করে, অবিলম্বে সেই মহম্মদ ওয়াকিলের মত আরও যারা রয়েছে, তাদের গ্রেপ্তার করে শহর কলকাতাকে অপরাধ মুক্ত করা উচিত এনআইএর বলেই দাবি করছেন তারা।