প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতা বাড়ছিল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে যে সমস্ত এলাকা বিপর্যস্ত, সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। আর সেখান থেকে ফিরেই জ্বরে আক্রান্ত হন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু তারপরেও সংগঠনের বিভিন্ন কাজকর্মে যুক্ত থাকতে দেখা যাচ্ছিল তাকে। কিন্তু গত সোমবার সকালে তার শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। যার ফলে তাকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আর বিজেপির রাজ্য সভাপতির এই অসুস্থতার খবর পেয়েই তাকে হাসপাতালে দেখতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বলা বাহুল্য, শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর সেখানেই তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। এখনও পর্যন্ত সেই হাসপাতালেই রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। কবে তাকে সেখান থেকে ছাড়া হবে, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। তবে গতকালই বিজেপির রাজ্য সভাপতিকে দেখতে সেই হাসপাতালে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
জানা গিয়েছে, অসুস্থ বিজেপির রাজ্য সভাপতির দ্রুত সুস্থতা কামনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ শমীক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন তিনি। আর তারপরেই নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক যেখানে দ্রুত বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য যাতে সুস্থ হয়ে ওঠেন, তার প্রার্থনা করেন তিনি। স্বাভাবিকভাবেই কবে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি এবং কবে থেকে তিনি আবার রাজ্য রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন, সেদিকেই তাকিয়ে বিজেপি নেতা কর্মীরা।