প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
তৃণমূল খুব ভালো মতই বুঝতে পারছে যে, ২০২৬ এর লড়াইটা কতটা কঠিন। ইতিমধ্যেই এসআইআরের যন্ত্রণায় তৃণমূল নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করছেন। এমনকি বিজেপি নেতাদের উদ্দেশ্যে হুমকি, হুঁশিয়ারি পর্যন্ত দিতে দেখা যাচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিদের। যতই নির্বাচনের সময় এগিয়ে আসছে, ততই বাড়ছে কুকথার প্রতিযোগিতা। আর এই পরিস্থিতিতে এবার ভোটের আগে উন্নয়নের পাঁচালীর প্রচারে বেরিয়ে বিজেপি নেতাদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল।

২০২৬ এর নির্বাচনের আগে রীতিমত শাসক বনাম বিরোধী রাজনৈতিক তরজা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একে অপরকে উদ্দেশ্য করে আক্রমণ, প্রতি আক্রমণ অনেক সময় শালীনতার মাত্রা পর্যন্ত অতিক্রম করছে। ‌ বিজেপির পাল্লা যেভাবে বাড়তে শুরু করেছে, তাতে তৃণমূলের জনপ্রতিনিধিরা যে রীতিমত পরাজয়ের আতঙ্কে ভুগছেন, তা স্পষ্ট হয়ে যাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে। আর এই পরিস্থিতিতে এবার উন্নয়নের পাঁচালীর কর্মসূচিতে বেরিয়ে বিজেপি নেতাদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল।

ইতিমধ্যেই রাজ্যজুড়ে তৃণমূলের নতুন কর্মসূচি শুরু হয়েছে। আর সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই উন্নয়নের পাঁচালী নিয়ে বের হন তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল। আর সেখানেই বিজেপি নেতাদের উদ্দেশ্যে আক্রমণ শানান তিনি। শ্যামলবাবু বলেন, “বিজেপি নেতাদের পাগলা কুকুরে কামড়েছে। জলাতঙ্ক রোগ হয়েছে বিজেপি নেতাদের। এদেরকে মাতলার নোনা জলে বিসর্জন দেব।” সব মিলিয়ে তৃণমূল বিধায়কের বিজেপির উদ্দেশ্যে এই আক্রমণ ঘিরে রীতিমত সরগরম রাজ্য রাজনীতি।