প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকেই তার সঙ্গে হয়ত বিজেপির কিছুটা হলেও দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু শমীক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর যেভাবে তাকে সংবর্ধনা জানানো থেকে শুরু করে তিনি পার্টিতেই থাকবেন বলে জানিয়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ, তাতে স্পষ্ট হয়ে গিয়েছিল যে, দিলীপবাবু আবার পুরোদমে বিজেপিতে কাজ করতে চলেছেন। এমনকি নরেন্দ্র মোদী আজ দুর্গাপুরে যে সভা করছেন, সেই সভা নিয়েও দিলীপ ঘোষ কর্মীদের ডাকে সেখানে থাকবেন বলে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সেই সভায় যোগ না দিয়ে নরেন্দ্র মোদী রাজ্যে আসার দিনেই রাজ্য ছেড়ে দিল্লিতে গেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি।
বলা বাহুল্য, আজই দুর্গাপুরে একটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সেই সভা ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। তবে সেই সভায় দিলীপ ঘোষ থাকবেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এমনকি দিলীপবাবু নিজেও বলেছিলেন, তাকে পার্টির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি ঠিকই। কিন্তু কর্মীরা তাকে ডেকেছেন, তাই তিনি সেখানে যাবেন। তবে হঠাৎ করেই নিজের সুর পাল্টে সেই সভায় না গিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন দিলীপ ঘোষ। এমনকি দিল্লি সফরের আগে তিনি যে কথা বলে গেলেন, তার ফলে প্রশ্ন উঠছে যে, দিলীপবাবু কি ক্রমাগত দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন?
এদিন দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছে যান বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে, তিনি মোদীর সভায় কেন যাচ্ছেন না? আর সেই প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, “দিল্লি যাচ্ছি, ব্যস এইটুকুই। আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই আমি হ্যাঁ বলেছিলাম। পার্টি ডাকেনি। হয়ত পার্টি চায় না, আমি যাই। আমি গেলে হয়ত অস্বস্তি হবে। তাই আমি দুর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টির কাজে যাচ্ছি।” তবে দিলীপ ঘোষের মুখ থেকে এই ধরনের বক্তব্য যে খুব একটা ভালো চোখে নিচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা, সেই ব্যাপারে দ্বিমত নেই কারও মধ্যেই। যেখানে নরেন্দ্র মোদী বিজেপির প্রধান মুখ, সেখানে তিনি রাজ্যে আসছেন, আর সেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সেই সভায় না থেকে পার্টির কি এমন বিশেষ কাজ থাকতে পারে যে, সেই সভায় না গিয়ে তিনি দিল্লিতে যাচ্ছেন? নাকি তাকে এইখানে ডাকা হয়নি, তাই অপমানিত হয়ে কোনো কাজ না থাকা সত্ত্বেও তিনি দিল্লিতে পার্টির কাজে যাচ্ছেন বলে সকলের সামনে কিছুটা হলেও ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন? প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।