প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে যত অন্যায়, যত অনাচার, যত দুর্নীতি, মহিলাদের ওপর অত্যাচার, সব ঘটনাতেই খোঁজ নিলে দেখতে পাওয়া যাবে, তৃণমূলের কোনো না কোনো নেতার হাত রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে যে সমস্ত তথ্য আসে, তার পরিপ্রেক্ষিতে তেমনটাই দাবি করে বিরোধীরা। আরজিকরের ঘটনার পর এই রাজ্যবাসী স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে, আবার সরকারি কর্মক্ষেত্রের জায়গায় কোনো মহিলাকে নির্যাতিত হতে হবে। কিন্তু রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। তাই এখানে যা খুশি, তাই করা যায়। আইনের শাসন বাংলায় কার্যত নেই বলেই দাবি করে বিরোধীরা। আর তার মধ্যেই সম্প্রতি পাঁশকুড়ায় একেবারে সরকারি হাসপাতালে এক মহিলা স্বাস্থ্যকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ঠিকাদারি সংস্থার ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। ইতিমধ্যেই মূল অভিযুক্ত জাহির আব্বাস খানকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এবার সেই ব্যক্তি সম্পর্কে আরও যে তথ্য সামনে এলো, তা রীতিমত চমকে দেওয়ার মত।

ইতিমধ্যেই পাঁশকুড়া ধর্ষণের ঘটনায় রীতিমত গোটা রাজ্য জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সকলেই বলতে শুরু করেছেন যে, রাজ্যের সরকারি হাসপাতালেও কেন নিরাপত্তা নেই? কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার দায় স্বীকার করে পদত্যাগ করবেন না? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই দাবি করেছেন যে, মূল অভিযুক্ত, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি তৃণমূলের অত্যন্ত বড় নেতা এবং দীর্ঘদিন ধরেই তিনি সেখানকার হাসপাতালে মহিলাদের সঙ্গে অত্যাচার করে আসছেন। আর এসবের মধ্যেই এবার অভয়া মঞ্চের পক্ষ থেকে মূল অভিযুক্তের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রের ছেলে বোধিসত্ত্ব মহাপাত্রের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দাবি করা হলো। আর অভয়া মঞ্চের এই বক্তব্যকে কেন্দ্র করেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে।

অভয়া মঞ্চের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই জাহির আব্বাস খান বলে যে ব্যক্তি ধরা পড়েছে, তার দাদাগিরি দীর্ঘদিনের। আর তার মাথার ওপরে অনেক শাসক নেতার হাত রয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ছেলের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা বলেই অভিযোগ করছে অভয়া মঞ্চ। এমনকি সেই কারণেই এই জাহির আব্বাস খান নিজের দাদাগিরি ফলাতেন সরকারি হাসপাতালের মধ্যেই বলেই অভিযোগ। যদিও বা নিজের ছেলের বিরুদ্ধে অভয়া মঞ্চের পক্ষ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে, তা একেবারেই ভিত্তিহীন বলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তবে পাঁশকুড়ায় হাসপাতালের মধ্যে মহিলা স্বাস্থ্যকর্মীকে নির্যাতনের ঘটনায় যে সমস্ত তথ্য আসছে এবং যেভাবে আলোড়ন বাড়তে শুরু করেছে, তাতে অভয়া মঞ্চের পক্ষ থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ছেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠায় কিছুটা হলেও বেকায়দায় রাজ্যের শাসক শিবির। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।