প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল থেকেই চাচল থানার সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। যেখানে বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করার অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন তিনি। তবে থানায় আইসিকে না পাওয়ার জন্য গতকালই সেই থানার সামনে ধর্না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বসে পড়েন এই বিজেপি সাংসদ। রাতভর সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনি। এমনকি সকালেও টানা রোদের মধ্যে সেই ধর্না কর্মসূচিতে বসেছিলেন খগেন বাবু। পরবর্তীতে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয় বলেও খবর আসে। আর টানা ধর্না কর্মসূচির পর এবার অসুস্থ হয়ে পড়লেন উত্তর মালদহের বিজেপি সাংসদ।

প্রসঙ্গত, বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তারের অভিযোগ তুলে গতকালই চাঁচল থানায় হাজির হন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। যেখানে পৌঁছে থানার আইসির খোঁজ করেন তিনি। তবে আইসি সেই সময় থানায় না থাকায় সোচ্চার হন বিজেপি সাংসদ। পাশাপাশি তিনি থানার সামনে ধর্না দেবেন বলেও হুশিয়ারি দেন। কিন্তু পুলিশের দুর্ব্যবহার দেখে চমকে যান বিজেপি সাংসদ। যার ফলে রাতভর ধর্না দেওয়ার পাশাপাশি সকালেও তিনি সেই ধর্না কর্মসূচি চালিয়ে যান। স্বাভাবিক ভাবেই সকাল থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে। আর অবশেষে টানা সেই কর্মসূচিতেও থাকার কারণে অসুস্থ হয়ে পড়লেন খগেন বাবু। যার ফলে ইতিমধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই কর্মসূচির পরেই বিজেপি সাংসদ খগেন মুর্মুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে তার পরীক্ষা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাতভর ধর্না কর্মসূচিতে শামিল থাকা এবং সেভাবে কিছু না খাওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছেন এই বিজেপি সাংসদ। পাশাপাশি তীব্র গরমের কারণে একটানা এই ধরনের কর্মসূচি তার শারীরিক অসুস্থতা সৃষ্টি করেছে। তবে যে পুলিশের সৌজন্য নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন খগেন মুর্মু, সেই পুলিশ যদি আগে ভাগেই তার সঙ্গে দেখা করে বিন্দুমাত্র সহানুভূতি প্রকাশ করতেন, তাহলে আজ এই দিন দেখতে হতো না বলেই দাবি করছেন গেরুয়া শিবিরের নেতা কর্মীরা।