প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির এখন একটাই টার্গেট, পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা। আর পরিবর্তনের লক্ষ্যে এখন জেলায় জেলায় প্রতিনিয়ত পরিবর্তন সংকল্প সভা করছে ভারতীয় জনতা পার্টি। আর প্রত্যেকটি সভাতেই মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে অনেকের মধ্যেই প্রশ্ন যে, পরিবর্তনের লক্ষ্যে বিজেপি তো মানুষকে বোঝাতে চাইছে যে, এবার যেন তৃণমূলকে সরানো হয়। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে তারা কিভাবে সাজাবে পশ্চিমবঙ্গকে? পরিবর্তন সংকল্প সভা তো জেলায় জেলায় হচ্ছে। কিন্তু এই সভার উদ্দেশ্য কি? আজ মেদিনীপুরের মাটি থেকে সেই ব্যাপারে বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই রাজ্যে কোচবিহার থেকে মেদিনীপুর, বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পরিবর্তন সংকল্প সভা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক দিনও সময় নষ্ট না করে গোটা রাজ্য চষে ফেলছেন। পরিবর্তনের লক্ষ্যে সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছেন। তৃণমূলের চুরি, দুর্নীতির বিরুদ্ধে সেই সমস্ত সভা থেকে সোচ্চার হচ্ছেন। তবে অনেকের মধ্যেই প্রশ্ন যে, তৃণমূলকেও তো অনেক আশা নিয়ে তারা ক্ষমতায় এনেছিলেন। কিন্তু তৃণমূল তো সমস্ত স্বপ্ন ভঙ্গ করেছে। ফলে বিজেপি এলেই যে তারা সব প্রতিশ্রুতি পূরণ করবে, তার কি গ্যারান্টি রয়েছে? তবে শুভেন্দুবাবু বারবার করে একটা বিষয় তুলে ধরেছেন বাংলার মানুষের সামনে যে, বিজেপিকে রাজ্যের মানুষ কোনোবার সুযোগ দেননি। তাই সবাইকে যখন তারা পরীক্ষা করেছেন, তখন একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন যে, বিজেপি কাজ করতে পারে কিনা। তবে আজ মেদিনীপুরের সভা থেকে এই পরিবর্তন সংকল্প সভা জেলায় জেলায় হলেও, এই সভার উদ্দেশ্য কি এবং বিজেপির সংকল্প কি, তা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন তমলুকে পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই কেন এই পরিবর্তন সংকল্প সভা এবং কি তাদের সংকল্প, তা তুলে ধরে নন্দীগ্রামে বিজেপি বিধায়ক। শুভেন্দুবাবু বলেন, “আমাদের সংকল্প প্রত্যেকের হাতে কাজ, প্রত্যেকের পেটে ভাত। প্রত্যেকের মাথায় ছাদ। আমাদের সংকল্প সোনার বাংলা। আমাদের সংকল্প কি? আমরা টাটাকে বাংলায় ফেরাবো। আমাদের সংকল্প কি? শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার নতুন করে সেজে উঠুক। আমাদের সংকল্প, নারী সুরক্ষা। আমাদের সংকল্প, কন্যা সুরক্ষা।”