প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাত পোহালেই প্রায় সাড়ে আট বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এসএসসির নবম দশম শ্রেণীর পরীক্ষা। যে পরীক্ষা ঘিরে বহু আশা রয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। অতীতের মত এবার দুর্নীতি হবে না তো, এইরকম আশঙ্কাও রয়েছে অনেকের মধ্যে। আর তার মাঝেই পরীক্ষার দিন যাতে স্বচ্ছ ভাবে গোটা ব্যবস্থা পরিচালিত করা যায়, তার জন্য চেষ্টা চালাচ্ছে এসএসসি। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরীক্ষার দিন পরীক্ষা হলে কিভাবে পরীক্ষার্থীরা ঢুকবেন, কি কি নিয়ে ঢুকবেন এবং কোন কোন ক্ষেত্রে বিধি নিষেধ রয়েছে, তা জানিয়ে দিয়েছেন এসএসসির চেয়ারম্যান। এমনকি পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যে সমস্ত কর্তা ব্যক্তি এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা জড়িত, তাদের ক্ষেত্রেও বিধি-নিষেধের কথা জানিয়ে দিয়েছেন তিনি।
বলা বাহুল্য, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। যেখানে পরীক্ষা কেন্দ্রে ভেন্যু ইনচার্জ পর্যন্ত মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। এসএসসির চেয়ারম্যান বলেন, “আমি যদি কোনো পরীক্ষা কেন্দ্রে ঘুরতে যাই, আঞ্চলিক কমিশনের চেয়ারপার্সন যান বা কোনো শিক্ষা দপ্তরের কর্তা ব্যাক্তিরাও যদি যান, তিনি ভেন্যু ইনচার্জের ঘর পর্যন্ত মোবাইল নিয়ে যেতে পারবেন। ভেন্যু ইনচার্জকেও আমরা যদি তার সঙ্গে যোগাযোগ করি, অবশ্যই সেই কারণে মোবাইল রাখতে হবে। কিন্তু পরীক্ষার হলে তিনি কোনোভাবেই মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।”
বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনো গাফিলতি না থাকে, তার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে এসএসসি। কারণ ইতিমধ্যেই এসএসসির পক্ষ থেকে যে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। অনেকেই সংশয় প্রকাশ করছেন, এবারের অনুষ্ঠিত হওয়া পরীক্ষা নিয়ে। স্বাভাবিকভাবেই এসএসসির কাছে একটা চ্যালেঞ্জ, এবারের পরীক্ষাকে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করা। তাই নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোথাও কোনো গাফিলতি না থাকে, তার জন্য পরীক্ষার্থী থেকে শুরু করে আধিকারিকদের জন্য কি কি নিয়ম রয়েছে, আগেভাগেই তার বিধিনিষেধ উল্লেখ করে দিলেন এসএসসির চেয়ারম্যান।