প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাত পোহালেই এসএসসির নবম দশম শ্রেণীর পরীক্ষা রয়েছে। স্বাভাবিকভাবেই বহু বছর পর এসএসসির পরীক্ষাকে কেন্দ্র করে উৎসাহ রয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। তবে ইতিমধ্যেই টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই অভিযোগকে কেন্দ্র করে যখন সরগরম রাজ্য রাজনীতি, ঠিক তখনই পাল্টা মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যেখানে এসএসসি পরীক্ষার আগে দুর্নীতি নিয়ে সোচ্চার হলেন তিনি।
এদিন এসএসসি পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে সুকান্তবাবুকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আরও বড় বিস্ফোরক মন্তব্য করে বসেন। সুকান্ত মজুমদার বলেন, “প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তো নতুন কিছু নয়। এই ধরনের অভিযোগ আগেও উঠেছে। তৃণমূল কংগ্রেস তো দোকান খুলে রেখেছে। এবার দোকান খুলে রাখলে তো চট করে বন্ধ করে দেওয়া যায় না। দোকান চলছে। এতদিন দোকানে যা বিক্রি হয়েছে, তা নিয়ে চিৎকার চেঁচামেচি চলছে। তাই এখন নতুন ভাবে দোকান চালানোর চেষ্টা হচ্ছে।”
বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন ভাবে দোকান চালানোর কথা বলে সুকান্ত মজুমদার বিগত দিনের তিক্ত অভিজ্ঞতাকে সামনে আনলেন। তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে, এসএসসির পক্ষ থেকে ইতিমধ্যেই দুর্নীতি যে হয়েছে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। কেননা এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেই বুঝিয়ে দিয়েছে যে, এই রাজ্য সরকার চুরি করেছে। স্বাভাবিকভাবেই সেই তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর এখন অন্যভাবে টাকা তোলার চেষ্টা হচ্ছে বলেই দাবি করলেন তিনি। এক্ষেত্রে এসএসসি পরীক্ষার আগে টাকার বিনিময় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার যে অভিযোগ উঠছে, তাতে শীলমোহর দিয়ে রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।