প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সোমবার রাত থেকে টানা পাঁচ ঘন্টার রেকর্ড বৃষ্টি হতে দেখা যায় শহর কলকাতায়। যার ফলে গতকাল সেই কলকাতা জলমগ্ন হয়েছিল। আজও বিভিন্ন রাস্তাঘাট জলের তলায় রয়েছে। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তবে সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল পূজো উদ্যোক্তাদের কাছে। কারণ কলকাতার যে বিগ বাজেটের পুজোগুলো জনমগ্ন হয়ে যাওয়ার কারণে সেখানকার মন্ডপে ঢুকতে শুরু করেছিল জল। স্বাভাবিকভাবেই প্রতিমার সুরক্ষা থেকে শুরু করে পুজো মণ্ডপের সমস্ত কিছু প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত নষ্ট হয়ে যাবে না তো? এই আশঙ্কা অনেকের মধ্যেই ছিল। ইতিমধ্যেই বেশ কিছু পুজো মণ্ডপে জল ঢুকে যাওয়ার কারণে তা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। আর অবশেষে আজ সকাল থেকে কিছুটা সূর্যের আলো দেখতে পাওয়ায় জল সরানোর কাজ শুরু করেছেন পূজো উদ্যোক্তারা। এমনকি যতটুকু ক্ষতি হয়েছে, নতুন করে তা মেরামতির কাজও শুরু হয়েছে।

বলা বাহুল্য, কলকাতার যে বিগ বাজেটের পুজোগুলো রয়েছে, এবং জনপ্রিয় পুজো রয়েছে, তার মধ্যে বেশ কিছু পুজো উল্লেখযোগ্য। যার মধ্যে অন্যতম চালতাবাগানের পুজো। ইতিমধ্যেই ব্যাপক প্রাকৃতিক দুর্যোগ এবং কোমর পর্যন্ত জল থাকার কারণে সেই পুজো মণ্ডপেও জল ঢুকেছে। কোনো ক্ষতি না হলেও মণ্ডপের ভেতরে জল ঢুকে যাওয়ার কারণে মন্ডপের নীচের অংশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতে আর কয়েকদিন বাকি। তারপরেই দর্শনার্থীদের ঢল নামবে শহর জুড়ে। আর তার মধ্যেই এই পুজো যেহেতু অন্যতম আকর্ষণীয় সকলের কাছে, তাই প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং জলের কারণে মন্ডপের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় আজ থেকেই সেই মেরামতির কাজ শুরু করে দিয়েছেন ক্লাব উদ্যোক্তারা।

বিশেষজ্ঞরা বলছেন ,গতকাল কলকাতা শহরে যে জল দেখতে পাওয়া গিয়েছে, তার ফলে প্রথম চিন্তা তৈরি হয়েছিল ক্লাব উদ্যোক্তাদের মধ্যে। বহু কষ্ট করে, বহু পরিশ্রম করে, বহু অর্থ খরচ করে তারা বিভিন্ন রকম পুজো মণ্ডপ দর্শনার্থীদের উপহার দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগ সমস্ত কিছু নষ্ট করে দিলো। তবে আজ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর থেকেই সেই জল বের করার কাজ শুরু করে দিয়েছেন ক্লাব উদ্যোক্তারা। যেভাবেই হোক, মানুষের কাছে নিজেদের সেরা উপস্থাপনা পৌঁছে দেওয়ার জন্য তৎপর সকলেই। তাই যতটুকু প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়েছে, ততটুকু দ্রুত মেরামতি করে নতুন করে কাজ শুরু হয়ে গিয়েছে চালতা বাগান পুজো মন্ডপে।