প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে চলছে বকেয়া মহার্ঘ ভাতার মামলার শুনানি। কবে এই মামলার নিষ্পত্তি হবে, কবে তারা বকেয়া মহার্ঘ ভাতা পাবেন, তার দিকে তাকিয়ে ছিলেন ডিএর দাবিতে আন্দোলন করা সরকারি কর্মচারীরা। আজ আবার সুপ্রিম কোর্টে সেই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলার শুনানি ছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সেই মামলার শুনানি শেষ হয়েছে। আর শুনানি শেষ হওয়ার পরেই চূড়ান্ত রায় দেওয়া নিয়ে বড় নির্দেশ দিলো শীর্ষ আদালত।

প্রসঙ্গত, বারবার করে সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলার শুনানি হয়েছে। অনেক ক্ষেত্রে সেই মামলার শুনানির দিন পিছিয়ে গিয়েছে। যার ফলে আন্দোলনকারীরা হতাশ হয়েছেন। তবে আজ সেই মামলার শুনানি সম্পন্ন হয়েছে। আর শুনানি শেষ হওয়ার পরেই দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে যে, আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্য লিখিত আকারে তাদের বক্তব্য জানাবে। আর এক সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানাবে মামলাকারীরা। অর্থাৎ মোটের ওপর আগামী তিন সপ্তাহের পর শীর্ষ আদালত এই ব্যাপারে তাদের চূড়ান্ত রায় জানাবে বলেই মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই রাজ্যের সরকার ক্লাবগুলিকে টাকা দিতে পারছে, কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে পারছে না। বিভিন্ন সময় এই প্রশ্ন তুলে ধরেছেন আন্দোলনকারীরা। তবে তারা সকলেই তাকিয়েছিলেন শীর্ষ আদালতের দিকে। কারণ শীর্ষ আদালতের কাছ থেকে তারা সুবিচার পাবেন, এমনটা আশা ছিল। তবে কবে সেই বিচার আসবে, তা নিয়ে একটা সংশয় ছিল অনেকের মধ্যেই। অবশেষে আজ সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে যে মামলা, সেই মামলার শুনানি সমাপ্ত হলো। যার ফলে প্রাথমিক স্তরে কিছুটা হলেও আশাবাদী আন্দোলনকারীরা এখন আগামী তিন সপ্তাহ পর দুই পক্ষের লিখিত জবাবের পরিপ্রেক্ষিতে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলায় চূড়ান্ত রায় হিসেবে কি জানায় শীর্ষ আদালত, সেদিকেই নজর থাকবে সকলের।