প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একাধিক মামলায় জড়িয়ে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই কয়েকটি মামলায় জামিন পেয়েছেন। তবে বেশ কিছু মামলা থাকায় সবগুলো মামলায় জামিন না হওয়ার কারণে জেল থেকে মুক্ত হতে পারেননি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে পুজোর আগেই কি সুখবর পেতে চলেছেন তিনি? আজ তার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে যে জামিনের আবেদন, তার পরিপ্রেক্ষিতে রায়দান হওয়ার কথা। স্বাভাবিকভাবেই সেই রায়দানের দিকেই তাকিয়ে রয়েছেন পার্থবাবু।
বলা বাহুল্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এই মামলার ক্ষেত্রে জামিনের আবেদন করেছিলেন তিনি। আর আজ সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই রায়দান হওয়ার কথা। কিছুক্ষণের মধ্যেই রায় দেবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। স্বাভাবিকভাবেই পুজোর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর কি জেলে মুক্তি ঘটবে? এই রায়ের ওপরেই তার ভবিষ্যৎ নির্ভর করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে জামিনের আবেদন করেছেন। অনেক ক্ষেত্রেই তার আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে। যার ফলে তার জেল মুক্তি ঘটেনি। তবে আজকের রায়ের ওপর অনেক কিছু নির্ভর করছে। তাই পূজার মুখে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের যে জামিনের আবেদন, তার পরিপ্রেক্ষিতে কি রায় দেয় কলকাতা হাইকোর্ট, সেদিকেই নজর থাকবে সকলের।